গাইবান্ধায় শিক্ষা নীতি ও শিক্ষাঙ্গন বিষয়ক মতবিনিময় সভা

ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন,গাইবান্ধা প্রতিনিধি:-
গণতান্ত্রিক ছাত্র জোট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শনিবার সকালে স্থানীয় গানাসাস মিলনায়তনে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। জোটের সমম্বয়ক সেলিম হাসানের সভাপতিত্বে ও ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সাধারণ সমপাদক মৈত্রেয় হাসান জয়িতার সঞ্চালনায় বক্তব্য দেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় সভাপতি ও গণতান্ত্রিক ছাত্র জোটে কেন্দ্রীয় সমন্বয়ক সালমান সিদ্দিকী, বিপ্লবী ছাত্র মৈত্রী কেন্দ্রীয় কমিটির সাধারণ সমপাদক জাবির আহমেদ জুবেল, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সমপাদক তামজীদ হায়দার, শিক্ষক প্রতিনিধি অধ্যাপক আব্দুর রাজ্জাক রেজা, প্রগতিশীল আন্দোলনের অন্যতম নেতা রেবতি বর্মন, অ্যাড. নিলুফার ইয়াসমিন শিল্পী, সাংবাদিক উজ্জ্বল চক্রবর্ত্তী, বাকশিশের জেলা সাধারণ সমপাদক কাজী আবু রাহেন শফিউল্যাহ খোকন, সাংবাদিক নেয়ামুল আহসান পামেল, এ এম জিয়াউর রহমান জিয়া, কামরুল হাসান প্রমুখ।
বক্তারা বলেন, বিজ্ঞান ভিত্তিক একমুখী শিক্ষা চাই এবং শিক্ষার ব্যয় রাস্ট্রকে নিতে হবে, এক ধারার শিক্ষা চাই, সবার জন্য উচ্চ শিক্ষা নিশ্চিত করার দাবী এবং শিক্ষাঙ্গনে সন্ত্রাস, দখলদারিত্ব মুক্ত গণতান্ত্রিক ক্যামপাস নিশিত করে ছাত্র সংসদ নির্বাচন দাও, সকল শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত শিক্ষক, লাইব্রেরীতে বই সহ হেল্প সেন্টারের দাবী জানান। এছাড়া পুনঃভর্তির নামে বেনামে অবৈধ ফি আরোপ চলবে না, গঠিত ট্রাইবুনালে জুলাই হত্যাকাণ্ডে আহত নিহতদের ক্ষতি পূরণ ও আহতদের সুচিকিৎসার দাবী জানান। সেইসাথে গণতান্ত্রিক, একই ধারার, সেক্যুলার, গণতান্ত্রিক শিক্ষানীতি প্রণয়নেরও দাবী জানান।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫