|
প্রিন্টের সময়কালঃ ০২ মার্চ ২০২৫ ১২:১৭ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০১ মার্চ ২০২৫ ০৬:০৫ অপরাহ্ণ

তুরস্কের বিরুদ্ধে ৪০ বছরের বিদ্রোহ শেষে যুদ্ধবিরতির ঘোষণা করেছে পিকেকে


তুরস্কের বিরুদ্ধে ৪০ বছরের বিদ্রোহ শেষে যুদ্ধবিরতির ঘোষণা করেছে পিকেকে


অনলাইন ডেস্ক:-

 

তুরস্কের বিরুদ্ধে ৪০ বছর ধরে চলা বিদ্রোহের পর নিষিদ্ধ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) যুদ্ধবিরতির ঘোষণা করেছে। এই সিদ্ধান্তটি কারাবন্দি কুর্দি নেতা আবদুল্লাহ ওকালানের অস্ত্র সমর্পণের আহ্বানের প্রেক্ষিতে নেয়া হয়েছে। শনিবার (১ মার্চ) পিকেকে নিয়ন্ত্রিত গণমাধ্যম ফিরাত নিউজ এজেন্সি (এএনএফ) এই ঘোষণা প্রকাশ করেছে।
 

২০২০ সালে পিকেকে এবং তুরস্কের মধ্যে সংঘাতে ৪০ হাজারেরও বেশি মানুষের প্রাণহানি ঘটে। তবে বর্তমানে যুদ্ধবিরতি ঘোষণা তুরস্ক ও পিকেকে’র মধ্যে দীর্ঘ ৪০ বছরের সংঘাতের অবসানে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
 

পিকেকে ও তুরস্ক সরকারের শান্তি প্রচেষ্টার অংশ হিসেবে ২৭ ফেব্রুয়ারি কুর্দি নেতা আবদুল্লাহ ওকালান তার অনুসারী যোদ্ধাদের অস্ত্র সমর্পণ এবং পিকেকেকে বিলুপ্ত করার আহ্বান জানান। ১৯৯৯ সাল থেকে বন্দি থাকা ওকালান এক বিবৃতিতে বলেন, "আমি অস্ত্র সমর্পণের আহ্বান জানাচ্ছি, এবং আমি এই ঐতিহাসিক দায়িত্ব গ্রহণ করছি।"
 

তুরস্ক সরকার এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছে যে, পিকেকে যোদ্ধারা ওকালানের আহ্বান মেনে যুদ্ধবিরতি বাস্তবায়ন করবে।
 

পিকেকে দীর্ঘদিন ধরে কুর্দিদের জন্য পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে লড়াই করে আসছে, তবে বর্তমানে তারা স্বায়ত্তশাসিত অঞ্চল ও বৃহত্তর অধিকারের দাবি তুলেছে। পিকেকে’এর সাথে যুক্ত গোষ্ঠীগুলো তুরস্কে মাঝে মাঝে হামলা চালিয়ে থাকে, এবং তুরস্কসহ পশ্চিমা দেশগুলো পিকেকেকে একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে গণ্য করে।
 

পিকেকে'র নির্বাহী কমিটি জানিয়েছে, তারা শান্তি ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ওকালানের আহ্বান অনুসরণ এবং বাস্তবায়ন করবে, তবে এই পদক্ষেপে পিকেকেকে বিলুপ্ত করার সময়সীমা নির্ধারণ করা হয়নি।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫