শাহবাগে শিক্ষকদের অবরোধ, থমকে যান চলাচল

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন। বুধবার (১৫ অক্টোবর) দুপুর ২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে তারা শাহবাগে পৌঁছান এবং পুলিশের বাধা অতিক্রম করে মোড়টি অবরোধ করেন। ফলে শাহবাগসহ আশপাশের সব সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
অবরোধের আগে জাতীয় জাদুঘরের সামনে ব্যারিকেড দিয়ে শিক্ষকদের পথরোধ করে পুলিশ। কিন্তু শিক্ষকরা ব্যারিকেড সরিয়ে স্লোগান দিতে দিতে শাহবাগ মোড়ে অবস্থান নেন। তারা স্লোগান দেন— “বেতন নিয়ে টালবাহানা চলবে না”, “আমি কে, তুমি কে— শিক্ষক শিক্ষক”, “প্রজ্ঞাপন দিতে হবে এখনই”।
শিক্ষক-কর্মচারীদের তিন দফা দাবি হলো—
১️⃣ মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাতা প্রদান,
২️⃣ শিক্ষক ও কর্মচারী উভয়ের জন্য চিকিৎসা ভাতা দেড় হাজার টাকায় উন্নীত করা,
৩️⃣ কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ নির্ধারণ।
এর আগে সকাল থেকে শিক্ষক-কর্মচারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন। পূর্ব ঘোষণা অনুযায়ী, দুপুর ১২টার পরও প্রজ্ঞাপন না আসায় তারা শাহবাগ অবরোধের ঘোষণা দেন। যদিও জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহর অনুরোধে তারা কিছু সময় অপেক্ষা করেন, কিন্তু কোনো সমাধান না আসায় শেষ পর্যন্ত মিছিলসহ শাহবাগ অবরোধে নামে শিক্ষক-কর্মচারীরা।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫