|
প্রিন্টের সময়কালঃ ০৮ এপ্রিল ২০২৫ ০৫:৪১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০২ জুন ২০২৪ ১২:৫৮ অপরাহ্ণ

১৭ পশুর হাটের ইজারা সম্পন্ন হলেও হাট বসতে পারে ১৬টি


১৭ পশুর হাটের ইজারা সম্পন্ন হলেও হাট বসতে পারে ১৬টি


পবিত্র ঈদুল আজহার বাকি আছে ১৫ দিনের মতো। এরই মধ্যে কোরবানির পশুর হাটের ইজারা কার্যক্রম সম্পন্ন করেছে ঢাকার দুই সিটি করপোরেশন। চলতি বছর দুটি স্থায়ী হাট ছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) পাঁচটি ও দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ৯টি অস্থায়ী হাট বসাবে। যদিও শুরুতে ডিএনসিসি ৯টি ও ডিএসসিসি ১০টি হাট বসাতে চেয়েছিল।


এবার স্থায়ী, অস্থায়ীসহ মোট ২৩টি পশুর হাট বসানোর চিন্তা থাকলেও বিভিন্ন কারণে সেটি কমে নেমেছে ১৬টিতে। আফতাবনগর হাটের ওপর উচ্চ আদালতের নিষেধাজ্ঞা শিথিল করা হলে সংখ্যাটি বেড়ে হতে পারে ১৭। এত কিছুর পরও এবার পশুর হাট ইজারা দিয়ে ডিএনসিসি প্রায় ১৫ কোটি ও ডিএসসিসি প্রায় ২৬ কোটি টাকা রাজস্ব আয় করবে। খোঁজ নিয়ে জানা গেছে, ডিএনসিসি গাবতলী (স্থায়ী) পশুর হাটসহ ১০টি এবং ডিএসসিসি সারুলিয়া স্থায়ী পশুর হাটসহ ১২টি পশুর হাট বসাতে চেয়েছিল।


দুই সিটিই আফতাবনগরে পশুর হাট ইজারার জন্য দরপত্র আহ্বান করেছিল। তবে পরিবেশসহ নানা বিষয় সামনে এনে স্থানীয়দের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট আফতাবনগরে পশুর হাট না বসানোর আদেশ দেন। কিন্তু দাপ্তরিকভাবে আদেশ হাতে না পাওয়ায় উত্তর সিটি এই হাটের ইজারা কার্যক্রম চূড়ান্ত করেছে। ডিএনসিসি জানিয়েছে, উচ্চ আদালত অনুমতি দিলে আফতাবনগরে কোরবানির পশুর হাট বসানো হবে।দক্ষিণের কমলাপুর ও আশপাশের এলাকায় সরকারি-বেসরকারি বেশ কিছু উন্নয়ন প্রকল্প চলমান থাকায় সেটি নিতে আগ্রহী হয়নি কোনো ইজারাদার। এভাবে বিভিন্ন কারণে দুই সিটিতে হাট কমে উত্তরে ছয়টি ও দক্ষিণে ১০টি বসছে।

 

উত্তরে ইজারা চূড়ান্ত যেসব হাটের
কাওলা শিয়ালডাঙ্গার কাছের খালি জায়গার পশুর হাট দুই কোটি ৮৯ লাখ ১১ হাজার টাকায় ইজারা পেয়েছে টিজে ইন্টারন্যাশনাল। খিলক্ষেত মস্তুল চেকপোস্ট ও তত্সংলগ্ন পশ্চিম পাড়ার খালি জায়গার পশুর হাট এক কোটি সাত হাজার ৫০০ টাকায় ইজারা পেয়েছেন মো. মাহাবুব আলম স্বপন। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের কাছের খালি জায়গার পশুর হাট ৬০ লাখ ৯০ হাজার টাকায় ইজারা পেয়েছে মেসার্স আল হোসেন এন্টারপ্রাইজ। আফতাবনগর (ইস্টার্ন হাউজিং) ব্লক-ই, এফ, জি, এইচ, এল, এম, এনসহ তত্সংলগ্ন এলাকার পশুর হাট এক কোটি ৭৭ লাখ ২৫ হাজার টাকায় ইজারা পেয়েছেন নূরুল হক। মিরপুর ইস্টার্ন হাউজিং পশুর হাট ইজারা দেওয়া হয়েছে এক কোটি ৩৮ লাখ টাকায়।

 

দক্ষিণে চূড়ান্ত যেসব হাট
ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজের কাছের উন্মুক্ত এলাকার (হাজারীবাগ) পশুর হাট ছয় কোটি ছয় লাখ ৬৬ হাজার ৬৬৬ টাকায় ইজারা পেয়েছেন মুহাম্মদ আবুল হাসানাত। মেরাদিয়া বাজারের কাছের খালি জায়গার (খিলগাঁও) পশুর হাট তিন কোটি ৭১ লাখ এক হাজার ১০০ টাকায় ইজারা পেয়েছেন আবু সাঈদ। রহমতগঞ্জ ক্লাবের কাছের খালি জায়গার পশুর হাট ৭১ লাখ ১২ হাজার টাকা সর্বোচ্চ ইজারা মূল্যে পেয়েছেন মোহাম্মদ সালমান সেলিম। এ ছাড়া উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজারের মৈত্রী সংঘ ক্লাবসংলগ্ন পশুর হাট দুই কোটি ৪১ লাখ টাকায়, পোস্তগোলা শ্মশানঘাটসংলগ্ন পশুর হাট দুই কোটি ৬২ লাখ ১০ হাজার টাকায়, দনিয়া কলেজের কাছের খালি জায়গা চার কোটি ২৫ লাখ টাকায়, ধোলাইখাল ট্রাক টার্মিনালের কাছের উন্মুক্ত এলাকা চার কোটি ৬০ লাখ টাকায়, আমুলিয়া মডেল টাউনের আশপাশের খালি জায়গা ৬৫ লাখ টাকায় এবং শ্যামপুর কদমতলী ট্রাকস্ট্যান্ডের কাছের খালি জায়গার পশুর হাট ৭৫ লাখ টাকায় ইজারা চূড়ান্ত করা হয়েছে। দক্ষিণে লিটল ফ্রেন্ডস ক্লাবের কাছের খালি জায়গা ও কমলাপুর স্টেডিয়ামের কাছে বিশ্বরোডের আশপাশের খালি জায়গা এবং আফতাবনগর হাটের ইজারা দেওয়া হয়নি।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫