হৃদয় জুমার হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমন ৫ দিনের রিমান্ডে

ঢাকা প্রেস নিউজ
ঢাকা, ২২ অক্টোবর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হৃদয় জুমাকে গুলি করে আহত করার মামলায় হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক (ব্যারিস্টার সুমন)কে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ব্যারিস্টার সুমনকে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক আব্দুল হালিম তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। অন্যদিকে, ব্যারিস্টার সুমনের আইনজীবী জামিনের আবেদন করেন। দুই পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুর-১০ নম্বরে একটি সমাবেশে যোগ দেওয়ার পথে হৃদয় জুমাকে গুলি করা হয়। পরে তিনি মিরপুর মডেল থানায় একটি হত্যাচেষ্টার মামলা করেন। ওই মামলার তৃতীয় আসামি হলেন ব্যারিস্টার সুমন।
সোমবার রাতে মিরপুর-৬ এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার অভিযোগ অনুযায়ী, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হামলা চালিয়ে হৃদয়কে গুলি করে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫