|
প্রিন্টের সময়কালঃ ২৮ এপ্রিল ২০২৫ ১০:১৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৮ এপ্রিল ২০২৫ ১১:৫৪ পূর্বাহ্ণ

রাজউকের মোবাইল কোর্ট অভিযান: বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ৪ লাখ টাকা


রাজউকের মোবাইল কোর্ট অভিযান: বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ৪ লাখ টাকা


ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-


 

২৭ এপ্রিল ২০২৫, রবিবার, রাজধানীর উত্তরখান, বালুরমাঠ এবং কেরানীগঞ্জের লেকসিটি মেইনরোড এলাকায় রাজউকের দুটি পৃথক মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। অভিযানে মোট ২২টি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, ২৪টি মিটার জব্দ এবং সর্বমোট ৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
 

কেরানীগঞ্জের লেকসিটি মেইনরোড, জান্নাতবাগ মেইনরোড এবং ঘাটারচর এলাকায় রাজউকের জোন ৫/২-এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাবা তাহমিনা পারভিন। এখানে ১৮টি নির্মাণাধীন ভবনে ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের প্রমাণ মেলে। ফলে ভবনগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং ২০টি মিটার জব্দ করা হয়। এ ছাড়া, রাজউকের অনুমোদিত নকশা ব্যতিরেকে নির্মিত অংশসমূহ অপসারণ এবং ভবন মালিকদের কাছ থেকে ভবিষ্যতে নকশা লঙ্ঘন না করার শর্তে অঙ্গীকারনামা গ্রহণ করা হয়। অভিযানে মালিকদের বিরুদ্ধে ২ লাখ টাকা জরিমানা করা হয়।


অভিযানে রাজউকের অথরাইজড অফিসার মোঃ ইলিয়াস, সহকারী অথরাইজড অফিসার মোঃ কাওছার আহমেদ, প্রধান ইমারত পরিদর্শকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

অন্যদিকে, রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ লিটন সরকারের নেতৃত্বে জোন ২/১-এর আওতাধীন মাস্টারপাড়া, বালুরমাঠ ও হেলাল মার্কেট এলাকায় আরেকটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এখানে ৬টি নির্মাণাধীন ভবনের মধ্যে ৪টি ভবনে ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ৪টি মিটার জব্দ করা হয়। একই সাথে ব্যত্যয়কৃত অংশ অপসারণ ও ভবন মালিকদের নিকট থেকে ৩০০ টাকার জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা আদায় করা হয়। এই অভিযানে ভবন মালিকদের বিরুদ্ধে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
 

মোবাইল কোর্ট পরিচালনার সময় জোন ২/১-এর অথরাইজড অফিসার মোঃ সাইফুল ইসলাম, সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শকসহ রাজউকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫