ভোলায় বিএনপি অফিস ভাংচুর মামলায় আওয়ামী লীগের ১৬ নেতার জামিন নামঞ্জুর, জেল হাজতে প্রেরণ

জহিরুল ইসলাম লিটন, বিশেষ প্রতিনিধি (ভোলা):-
ভোলায় বিএনপি অফিস ভাংচুর ও বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় আওয়ামী লীগের ১৬ নেতাকর্মীর জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ রবিবার দুপুরে ভোলার সিনিয়র জেলা ও দায়রা জজ এএইচএম মাহমুদুর রহমান আসামীদের জামিন আবেদন নামঞ্জুর করেন। আসামী পক্ষের আইনজীবী এডভোকেট মো. খায়ের উদ্দিন সিকদার জানান, ২০১৯ সালের ৩ মার্চ ভোলা জেলা বিএনপি অফিসে হামলা ও ভাংচুরের ঘটনায় দীর্ঘ ছয় বছর পর ২০২৪ সালের ২ ডিসেম্বর একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় চলতি বছরের ২৬ জানুয়ারি আসামিরা উচ্চ আদালত থেকে আগাম জামিন গ্রহণ করেন।
উচ্চ আদালতের নির্দেশ অনুসারে সাবেক ভোলা পৌরসভার চার কাউন্সিলরসহ ১৮ জন আসামী রবিবার (৯ মার্চ) ভোলার জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আসামিরা ঘটনার সাথে জড়িত নন দাবি করে তাদের পক্ষে জামিন আবেদন করা হয়। দীর্ঘ শুনানির পর আদালত জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার দোস্ত মাহমুদ এবং সাবেক পৌর কাউন্সিলর মিজানুর রহমানের জামিন মঞ্জুর করেন। তবে বাকি ১৬ জনের জামিন না মঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
আসামি পক্ষের আইনজীবীরা আদালতের এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার ঘোষণা দিয়েছেন।
জেল হাজতে পাঠানো আসামির তালিকা:
কামাল হোসেন, সেলিম চৌধুরী, মোহাম্মদ আলী জিন্নাহ, সাবেক কাউন্সিলর ফেরদাউস আহম্মেদ, সাবেক প্যানেল মেয়র সালাউদ্দিন লিংকন, সাবেক কমিশনার শাহে আলম, সাবেক কাউন্সিলর আতিকুর রহমান, আবুল হাসনাত ইভান, সিরাজুল ইসলাম দিদার, আবুল কাশেম, জসিম উদ্দিন, শাহাবুদ্দিন লিটন, রুহুল আমিন কুট্রি, মোহাম্মদ খোকন গরানী, মোরশেদ আলম চান, মো. জাকির হোসেন।
মামলার শুনানিতে অংশ নেওয়া আইনজীবীরা:
এডভোকেট মাহবুব হক লিটু, এডভোকেট জুলফিকার আহমেদ, এডভোকেট স্বপন, এডভোকেট নুরনবি, এডভোকেট খায়ের উদ্দিন সিকদার, এডভোকেট সোয়াইব হোসেন মামুন, এডভোকেট কিরন তালুকদার, এডভোকেট ইশতিয়াক হোসেন বাপ্পি।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫