রাজশাহীতে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে ৪ আ.লীগ নেতাকর্মী গ্রেপ্তার

রাজশাহী ব্যুরো:-
রাজশাহীতে যৌথ বাহিনীর পরিচালিত ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে আওয়ামী লীগের চারজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার দিবাগত রাত ১২টা থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—হড়গ্রাম ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি নয়ন শেখ, আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. হানিফ, সাব্বির আহমেদ ও রহিদুল ইসলাম বিশাল।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন জানিয়েছেন, যৌথ বাহিনী রাতে অভিযান চালিয়ে মেট্রোপলিটন এলাকার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫