|
প্রিন্টের সময়কালঃ ২০ নভেম্বর ২০২৫ ০৫:২৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২০ নভেম্বর ২০২৫ ১২:৫১ অপরাহ্ণ

শততম টেস্টে মুশফিকের সেঞ্চুরির ঐতিহাসিক কীর্তি


শততম টেস্টে মুশফিকের সেঞ্চুরির ঐতিহাসিক কীর্তি


স্পোর্টস ডেস্ক


 

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলছেন মুশফিকুর রহিম। সেই বিশেষ মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে ডানহাতি এ ব্যাটার গড়েছেন দুর্দান্ত সেঞ্চুরির কীর্তি। এর আগে মাত্র ১০ জন কিংবদন্তি ক্রিকেটার তাদের ক্যারিয়ারের ১০০তম টেস্টে সেঞ্চুরি করেছিলেন। মুশফিকের সেঞ্চুরিতে ঢাকা টেস্টের দ্বিতীয় দিনই বাংলাদেশের প্রথম ইনিংসের সংগ্রহ ছুঁয়েছে তিন শত রানের মাইলফলক।
 

বাংলাদেশ ৯৪ ওভারে ৪ উইকেটে ৩০১ রান সংগ্রহ করে ব্যাটিং চালিয়ে যাচ্ছে। মুশফিক অপরাজিত আছেন ১০০ রানে, আর তার সঙ্গে ক্রিজে থাকা লিটন দাস খেলছেন ৫৪ রানে।


সেঞ্চুরির পথে মুশফিকের শান্ত অগ্রযাত্রা

দ্বিতীয় দিনের শুরুতেই স্ট্রাইকে ছিলেন মুশফিক। সেঞ্চুরির জন্য মাত্র ১ রান প্রয়োজন থাকলেও অভিজ্ঞ এই ব্যাটারের খেলায় ছিল না কোনো তাড়াহুড়ো। প্রথম ওভারটি খেলেন সম্পূর্ণ রক্ষণাত্মকভাবে রেখে মেডেন দেন। এরপর দিনের দ্বিতীয় ওভারেই সেঞ্চুরি পূর্ণ করে উদযাপনে মাতেন ২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হওয়া ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার।


প্রথম দিন ৯৯ রানে অপরাজিত

প্রথম দিনের খেলা শেষে ৯০ ওভার শেষে ৯৯ রানে অপরাজিত ছিলেন মুশফিক। আম্পায়ার অতিরিক্ত একটি ওভার দেওয়ার বিষয়ে ভাবলেও শেষ পর্যন্ত দিনের খেলা শেষ হয়। মাত্র এক রানের অপেক্ষা নিয়ে দ্বিতীয় দিনে নামতে হয় তাঁকে।


মুমিনুল–মুশফিকের গুরুত্বপূর্ণ জুটি

টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ পায় ৫২ রানের ওপেনিং জুটি। সাদমান ইসলাম (৩৫) এবং মাহমুদুল হাসান জয় (৩৪) আউট হওয়ার পর নাজমুল হোসেন শান্তও দ্রুত ফিরে গেলে ৯৫ রানে ৩ উইকেট হারায় দল। সেখান থেকে মুমিনুল হক ও মুশফিকুর রহিম গড়েন ১০৭ রানের গুরুত্বপূর্ণ জুটি। মুমিনুল করেন ৬৩ রান।


মুশফিক–লিটনের অনায়াস ইনিংস

প্রথম দিনের শেষ সেশনে মুশফিককে সঙ্গ দিয়ে লিটন দাস খেলেন নির্ভার ইনিংস। কোনো সুযোগ না দিয়ে তুলে নেন অর্ধশতক। দু’জন মিলে ৯০ রানের জুটি গড়ে দিন শেষ করেন।


আয়ারল্যান্ডের আক্রমণে ম্যাকব্রিনির দৃঢ়তা

প্রথম দিনে আয়ারল্যান্ডের হয়ে ছয় বোলার দিয়ে ৯০ ওভার করানো হয়। তবে দলের চারটি ব্রেকথ্রুই এনে দেন স্পিনার অ্যান্ডি ম্যাকব্রিনি। তার বোলিংয়ে লড়াই বজায় রাখলেও মুশফিকের ব্যাটে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে বাংলাদেশ।


মুশফিকুর রহিমের শততম টেস্টে সেঞ্চুরি শুধু ব্যক্তিগত অর্জন নয়, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের জন্যও এক অনন্য মাইলফলক।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫