|
প্রিন্টের সময়কালঃ ২১ সেপ্টেম্বর ২০২৫ ১০:০৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২১ সেপ্টেম্বর ২০২৫ ০৬:১২ অপরাহ্ণ

৫ আগস্টের পর ভারত থেকে হুমকি বেড়েছে : রিজভী


৫ আগস্টের পর ভারত থেকে হুমকি বেড়েছে : রিজভী


৫ আগস্টের পর থেকে বাংলাদেশকে উদ্দেশ্য করে ভারত থেকে হুমকি ও হুঙ্কার বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
 

রোববার (২১ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ‘৭ নভেম্বর প্রজন্ম’ আয়োজিত ড. মারুফ মল্লিকের লেখা “বাংলাদেশি জাতীয়তাবাদের তাত্ত্বিক বিশ্লেষণ : নাগরিক ও জাতিবাদী জাতীয়তাবাদের সংকট” শীর্ষক গ্রন্থের আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
 

রিজভী বলেন, “৫ আগস্টের পর থেকে প্রতিবেশী দেশ থেকে একের পর এক হুমকি আসছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং নতুন শক্তির উত্থানের কারণে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বড় ধরনের ষড়যন্ত্রের সুযোগ তৈরি হচ্ছে।”
 

তিনি অভিযোগ করেন, বিএনপির নেতাকর্মীদের জড়িয়ে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। “সিলেটের পাথর চুরির ঘটনায় জামায়াত নেতার নাম এসেছে, নারীসংক্রান্ত ঘটনার সঙ্গেও তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। কিন্তু সেগুলো গোপন রেখে প্রচার করা হচ্ছে যেন বিএনপিই সব করছে। অথচ আমাদের নেতাকর্মীরা অন্যায় করলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, সেটি প্রচার করা হচ্ছে না। পরিবারের মাঝে যেমন দুষ্ট সন্তান থাকতে পারে, কিন্তু বাবা-মা তাকে সংশোধনের চেষ্টা করেন—সেটিও বিবেচনায় রাখা দরকার।”
 

ডাকসুর সাবেক ভিপি হিসেবে নিজের অভিজ্ঞতা তুলে ধরে রিজভী সমালোচনা করে বলেন, “একজন বর্তমান ভিপিকে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে! তিনি অবৈধ দোকান চিহ্নিত করে জরিমানা করছেন এবং সেই অর্থ দলীয় তহবিলে জমা দিচ্ছেন। এর কি কোনো আইনগত ভিত্তি আছে? বিশ্ববিদ্যালয়ের ভেতরে দোকান বা বাজার পরিচালনার দায়িত্ব প্রশাসনের, ছাত্রনেতার নয়। অথচ আমরা দেখছি ছাত্রনেতাদের মাধ্যমে রাষ্ট্রের ভেতরে আরেক রাষ্ট্র গড়ে তোলার চেষ্টা চলছে।”
 

আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া ও সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম কাগজীসহ অনেকে উপস্থিত ছিলেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫