কুমিল্লায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন: প্রধান অতিথি ধর্মবিষয়ক উপদেষ্টা
আবুল কালাম আজাদ ভূঁইয়া, কুমিল্লা প্রতিনিধি:
"কুরআনের সুরে গড়ে উঠুক নৈতিক সমাজ" প্রতিপাদ্য নিয়ে আগামী ৪ ডিসেম্বর বৃহস্পতিবার (২০২৫) কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন। আল-কুরআন একাডেমি কুমিল্লার উদ্যোগে এই সম্মেলনটি আয়োজিত হবে।
মঙ্গলবার বিকালে কুমিল্লা প্রেসক্লাবে আয়োজক কমিটির সভাপতি আলহাজ্ব নূর উদ্দিন সংবাদ সম্মেলনে সম্মেলনের বিস্তারিত তুলে ধরেন।
প্রধান অতিথি ও বিশেষ আকর্ষণ:
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করবেন বিশিষ্ট আলেম মাওলানা আবদুর রাজ্জাক। নাশিদ পরিবেশন করবেন ওবায়দুল্লাহ তারেক, মাহমুদ হুজাইফা সহ অন্যান্য শিল্পীরা।
পাঁচ দেশের খ্যাতনামা ক্বারীগণ:
এই আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের পাঁচ দেশের খ্যাতনামা ক্বারীগণ অংশগ্রহণ করবেন:
- বাংলাদেশের: শাইখ আহমাদ বিন ইউসুফ আযহারী
- মিসরের: শাইখ আহমাদ আল জাওহারী
- পাকিস্তানের: ক্বারী আনওয়ারুল হাসান শাহ বুখারী
- ইরানের: কারী মাহদী গোলাম নেযাদ
- ফিলিপাইনের: ক্বারী মুহাম্মাদ নাযীর আসগার
দিনের কর্মসূচি:
- বাদ যোহরের পর: হিফজুল কুরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব।
- বাদ আসর ও মাগরিবের পর: কুরআন তিলাওয়াত, আলোচনা এবং নাশিদ পরিবেশনা।
- বাদ এশার পর: আন্তর্জাতিক ক্বারীদের তিলাওয়াত, প্রধান অতিথির বক্তব্য এবং পুরস্কার বিতরণী।
সম্মেলনের লক্ষ্য:
আলহাজ্ব নূর উদ্দিন বলেন, এই সম্মেলনের মূল লক্ষ্য হলো কুরআনের তিলাওয়াত ও তাজবিদ প্রচার, ইসলামী ভ্রাতৃত্ব সুদৃঢ় করা এবং তরুণ প্রজন্মকে কুরআন চর্চায় অনুপ্রাণিত করা। তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য সচিব প্রফেসর ড. মোঃ মুজাহিদুল ইসলাম, সাংবাদিক সহিদ উল্লাহ মিয়াজী এবং কমিটির সদস্য ফয়েজ উদ্দিন, গোলাম মু. সামদানী, মুফতি ইসরাফিল বিন আহাম্মদ, ফেরদৌস ভূইয়া সায়েম ও আলী হাসান খোকা।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫