ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আবু সাইদ চাঁদের
মোঃ শফিকুল ইসলাম, চারঘাট, রাজশাহী:-
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবু সাইদ চাঁদ বলেছেন, “আমাকে যে মনোনয়ন দেওয়া হয়েছে, এটি কেবল আমার নয়—চারঘাট-বাঘার সকল মানুষের মনোনয়ন। আগামী নির্বাচন হবে অতীতের যেকোনো সময়ের চেয়ে কঠিন। তাই সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।”
মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় শলুয়া ইউনিয়নের মাড়িয়া ঈদগাহ মাঠে উপজেলা বিএনপির আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। সভার সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল।
আবু সাইদ চাঁদ বলেন, “বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। এখানে অনেকেই মনোনয়ন চাইবেন—এটাই স্বাভাবিক। কিন্তু শেষ পর্যন্ত দল একজনকেই প্রার্থী হিসেবে বেছে নেয়, এটিও দলের নিয়মিত প্রক্রিয়া। যারা মনোনয়ন চেয়েছিলেন, তারাও আমাদের দলের মূল্যবান নেতা। আমি তাদের প্রতি আহ্বান জানাই—আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষের বিজয়ের জন্য কাজ করি।”
তিনি আরও বলেন, “আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন থেকেই ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে গণজোয়ার তুলতে হবে। পাশাপাশি ৭ নভেম্বর জাতীয় সংহতি ও বিপ্লব দিবস পালনের প্রস্তুতি নিতে হবে।”
আবু সাইদ চাঁদ বলেন, “ধানের শীষ হলো আশা, অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। আমি চাই, জনগণের ভোটের মাধ্যমে এই অঞ্চলের উন্নয়ন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হোক।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক এমপি জাহান পান্না, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম মোস্তফা মামুন, বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক বাবলু হোসেন, চারঘাট পৌরসভা বিএনপির সভাপতি মোমিনুল হক মমিন, সাধারণ সম্পাদক নজমুল হক, সাংগঠনিক সম্পাদক মাহাবুর রহমান, দপ্তর সম্পাদক জালাল উদ্দিন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট, ৬নং ভায়ালক্ষীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, বিএনপি নেতা জিল্লুর রহমান, বিএনপি নেতা সোহানুর রহমান আন্দোলন প্রমুখ।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫