|
প্রিন্টের সময়কালঃ ২২ এপ্রিল ২০২৫ ১২:০৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৭ নভেম্বর ২০২৪ ০৭:১৯ অপরাহ্ণ

কক্সবাজারে ট্রাক্টরের ধাক্কায় নির্বাচন অফিসের কর্মচারী নিহত


কক্সবাজারে ট্রাক্টরের ধাক্কায় নির্বাচন অফিসের কর্মচারী নিহত


ঢাকা প্রেস
মঈনুদ্দীন শাহীন,ষ্টাফ রিপোর্টার (কক্সবাজার):-


 

 

কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী উপজেলা নির্বাচন অফিসের এক কর্মচারী নিহত হয়েছেন।
 

রোববার (১৭ নভেম্বর) বেলা ১১টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 

বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) লক্ষ্মণ চন্দ্র বর্মণ বিষয়টি নিশ্চিত করেছেন।
 

নিহত ব্যক্তির নাম মো. আব্দুর রহমান (৪০)। তিনি উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের সাবেক রুমখাঁ আলী পাড়ার আব্দুল গফুরের ছেলে। আব্দুর রহমান টেকনাফ উপজেলা নির্বাচন কার্যালয়ে কম্পিউটার অপারেটর (ডাটা এন্ট্রি) হিসেবে কর্মরত ছিলেন।
 

এসআই লক্ষ্মণ চন্দ্র বর্মণ জানিয়েছেন, সকালে উখিয়ার নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে আব্দুর রহমান টেকনাফ উপজেলা সদরে কর্মস্থলে যাচ্ছিলেন। পথিমধ্যে মেরিন ড্রাইভের টেকনাফের জাহাজপুরা এলাকায় পৌঁছালে জমিতে চাষের কাজে ব্যবহৃত একটি ট্রাক্টরের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে তিনি মোটরসাইকেল থেকে সড়কের ওপর ছিটকে পড়েন।
 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

এসআই লক্ষ্মণ চন্দ্র বর্মণ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহটি উদ্ধার করে বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রে রাখা হয়েছে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্তসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫