|
প্রিন্টের সময়কালঃ ০৫ জুলাই ২০২৫ ১২:১০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৮ ডিসেম্বর ২০২৪ ০৪:০১ অপরাহ্ণ

সীমান্তে ইছামতী নদীর তীরে পাওয়া গেল অজ্ঞাত ব্যক্তির মরদেহ


সীমান্তে ইছামতী নদীর তীরে পাওয়া গেল অজ্ঞাত ব্যক্তির মরদেহ


ঢাকা প্রেস,যশোর প্রতিনিধি:-

 

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী ইছামতী নদীর তীর থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তির আনুমানিক বয়স ৫০ বছর।
 

বুধবার (১৭ ডিসেম্বর) সকালে শার্শা উপজেলার পাঁচভুলোট সীমান্তের ১৭/৭এস এর ১০২ নম্বর পিলার থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের ভেতরে, ইছামতী নদীর তীরে ভান্ডারীর মোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
 

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 

শার্শা থানার এসআই কামরুল ইসলাম জানান, ‘মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্থানীয় কেউ মরদেহের পরিচয় শনাক্ত করতে পারেনি, বিষয়টি তদন্ত করা হচ্ছে।’
 

লেফটেন্যান্ট কর্নেল খুরশীদ আনোয়ার আরও বলেন, ‘পাঁচভুলোট সীমান্তের শূন্য লাইন থেকে ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইছামতী নদীর পাড়ে ভান্ডারীর মোড় এলাকায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এখন পর্যন্ত মরদেহের পরিচয় নিশ্চিত করা যায়নি।’


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫