|
প্রিন্টের সময়কালঃ ১০ এপ্রিল ২০২৫ ০৪:৪১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৫ জুন ২০২৪ ০৪:২৭ অপরাহ্ণ

সংঘবদ্ধ ধর্ষিতার আত্মহত্যা: তদন্ত কমিটি গঠন, বিচার দাবি লিংকনের


সংঘবদ্ধ ধর্ষিতার আত্মহত্যা: তদন্ত কমিটি গঠন, বিচার দাবি লিংকনের


আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

ঢাকা প্রেসঃ

কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার ও বিচার না পেয়ে দম্পতির বিষপান এবং পরে গৃহবধূর মৃত্যুর ঘটনা যথাযথ তদ‌ন্তের দা‌বি জা‌নি‌য়ে‌ছেন স্বাধীনতা ও একু‌শে পদকপ্রাপ্ত কু‌ড়িগ্রা‌মের বি‌শিষ্ট আইনজীবী, মানবা‌ধিকার কর্মী এস. এম. আব্রাহাম লিংকন। একই সঙ্গে এ ঘটনায় জ‌ড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শা‌স্তি দা‌বি ক‌রে‌ছেন এ সমাজকর্মী ও আইনজীবী।
 

 

এস. এম. আব্রাহাম লিংকন ব‌লেন, ‘একটা ঘটনা ঘ‌টে‌ছে। আমি ম‌নে ক‌রি, পু‌লিশ, সি‌ভিল অ‌্যাড‌মি‌নি‌স্ট্রেশন, মানবা‌ধিকার কর্মী এবং সাংবা‌দিক সক‌লের এটি তদন্ত করা দা‌য়িত্ব। সত‌্য উদঘাটন করা। কাউকে বাঁচা‌নো কিংবা কাউকে মারা আমা‌দের লক্ষ‌্য নয়। আমা‌দের লক্ষ‌্য সত‌্যটা‌কে বের করা। যে দোষী তার বিরু‌দ্ধে সু‌নি‌র্দিষ্ট আইনি ব‌্যবস্থা নেওয়া।’

 

সংঘবদ্ধ ধর্ষণের পর স্থানীয়ভা‌বে মীমাংসা ও থানার গেট থে‌কে ফেরত পাঠা‌নো নি‌য়ে স্থানীয় থানা পু‌লি‌শের ভূ‌মিকা প্রস‌ঙ্গে এই সমাজকর্মী ও আইনজীবী ব‌লেন, ‘সেখা‌নে কোনও পু‌লিশ সদস‌্য যদি দো‌ষী থা‌কে নিশ্চয় তার বিরু‌দ্ধেও ব‌্যবস্থা নেওয়ার সু‌যোগ র‌য়ে‌ছে। পু‌লিশ বিভাগ এবং রাষ্ট্র এ ব‌্যবস্থা নি‌তে পারবে। এখা‌নে ব‌্যক্তির দায় প্রশাসন নে‌বে না। সব‌চে‌য়ে বড় কথা, কারও য‌দি অব‌হেলা থা‌কে তা তদন্তে নিশ্চয় বের হ‌য়ে আস‌বে।’

 

জাতীয় মানবা‌ধিকার ক‌মিশন কর্তৃক ঘটনা তদ‌ন্তের নি‌র্দেশের খবরে সীমান্তকন‌্যা ফেলানী হত‌্যাকাণ্ড নি‌য়ে আইনি সহায়তা দেওয়া এই আইনজীবী ব‌লেন, ‘এটা ভালো দিক যে মানবাধিকার কমিশন বিষয়টিকে ধর্তব্যে নিয়েছে। আমি মনে করি, আলামত নষ্ট হওয়ার আগেই যথাযথ তদন্ত হওয়া উচিত। প্রকৃত সত্য উদঘাটন করে এ ঘটনায় যে বা যারাই জড়িত থাকুক তাদের আইনের আওতায় আনার দাবি জানাই।’

 

কুড়িগ্রাম জেলা প্রশাসনের তদন্ত কমিটি:

সংঘবদ্ধ ধর্ষণ ও বিচার না পে‌য়ে বিষপা‌নে গৃহবধূর মৃত‌্যুর ঘটনায় জাতীয় মানবা‌ধিকার ক‌মিশ‌নের আদেশ প্রা‌প্তির পরপরই ঘটনা তদ‌ন্তে তিন সদ‌স্যের ক‌মি‌টি ক‌রে‌ছেন কু‌ড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। অতিরিক্ত জেলা প্রশাসক (সা‌র্বিক) মো. বরমান হো‌সেন‌কে প্রধান ক‌রে তদন্ত ক‌মি‌টি করা হ‌য়ে‌ছে। একজন অতিরিক্ত পু‌লিশ সুপার (এএসপি) এবং রা‌জিবপুর উপ‌জেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) ক‌মি‌টির সদস‌্য করা হ‌য়ে‌ছে। ক‌মি‌টি‌কে আগামী ৩০ জুন প্রতি‌বেদন জমা দি‌তে বলা হ‌য়ে‌ছে।

 

কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, ‘মানবাধিকার কমিশনের আদেশের কপি পাওয়ার পর সোমবার (৩ জুন) তদন্ত কমিটি করা হয়ে‌ছে।’ 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫