|
প্রিন্টের সময়কালঃ ২৮ এপ্রিল ২০২৫ ০১:৫৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৭ এপ্রিল ২০২৫ ০৭:১৬ অপরাহ্ণ

বাংলাদেশ পুলিশের এসআই (নিরস্ত্র) নিয়োগ-২০২৫: চূড়ান্ত ফলাফল প্রকাশিত, উত্তীর্ণ ৫৯৯ জন


বাংলাদেশ পুলিশের এসআই (নিরস্ত্র) নিয়োগ-২০২৫: চূড়ান্ত ফলাফল প্রকাশিত, উত্তীর্ণ ৫৯৯ জন


ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-



বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) নিয়োগ-২০২৫-এর ফলাফল প্রকাশিত হয়েছে। রোববার (২৭ এপ্রিল) বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, লিখিত, মনস্তত্ত্ব, বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের রোল নম্বর প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফল অনুযায়ী মোট ৫৯৯ জন প্রার্থীকে প্রাথমিকভাবে সুপারিশ করা হয়েছে। এর মধ্যে মেধাভিত্তিতে ৫৬৬ জন, মুক্তিযোদ্ধা কোটায় ৩০ জন, ক্ষুদ্র-নৃগোষ্ঠী কোটায় ২ জন এবং শারীরিক প্রতিবন্ধী কোটায় ১ জন প্রার্থী রয়েছেন।


বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) নিয়োগ-২০২৫ এ নিয়োগের লক্ষ্যে লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে প্রাথমিকভাবে সুপারিশকৃত প্রার্থীদের রোল নম্বর


 

উত্তীর্ণ প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য পরীক্ষার নির্দিষ্ট সময়সূচি যথাসময়ে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট (www.police.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে প্রার্থীদের নির্ধারিত মোবাইল নম্বরে এসএমএস পাঠিয়ে জানিয়ে দেওয়া হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫