সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র চলছে: তারেক রহমান

ঢাকা প্রেস নিউজ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেছেন যে, সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র চলছে।
সোমবার (২৪ মার্চ) বিএনপির মিডিয়া সেলের আয়োজিত ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, দেশে এক ধরনের অস্থিরতা সৃষ্টি হয়েছে। জনগণ স্থিতিশীলতা চায়, কেউই আগের সংকটময় অবস্থায় ফিরতে চায় না। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে যেকোনো ষড়যন্ত্র প্রতিরোধের আহ্বান জানান।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে, রাজনৈতিক নেতাকর্মীরা দীর্ঘ ১৬ বছর ত্যাগ স্বীকার করেছেন, জুলাই অভ্যুত্থানে বহু মানুষ প্রাণ দিয়েছেন। তাদের এই ত্যাগকে বৃথা যেতে দেওয়া হবে না।
ইফতার মাহফিলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশকে অস্থিতিশীল করতে পরিকল্পিত চক্রান্ত চলছে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন করতে সেনাবাহিনীকে বিতর্কিত করার অপচেষ্টা চালানো হচ্ছে।
এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন সত্য ঘটনা জনগণের সামনে তুলে ধরেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫