|
প্রিন্টের সময়কালঃ ০৬ মে ২০২৫ ১১:০০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৪ নভেম্বর ২০২৪ ০৩:০৯ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জে আলমগীর হত্যা মামলার অস্ত্র সরবরাহকারী ছিলেন, ওলেলডিং মিস্ত্রী রাহিম


চাঁপাইনবাবগঞ্জে আলমগীর হত্যা মামলার অস্ত্র সরবরাহকারী ছিলেন, ওলেলডিং মিস্ত্রী রাহিম


ঢাকা প্রেস
মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীত্তি ইউনিয়নের মুশু বাজারে জমি নিয়ে বিরোধের জেরে আলমগীর হত্যার অস্ত্র সরবরাহকারীর সন্ধ্যান মিলেছে,অস্ত্র সরবহরাহকারী চাঁদপুর কনসোরা গ্রামের বকতারের ছেলে, মোঃ রাহিম আলী (১৮)। অনুসন্ধানে বেরিয়ে আসে এসব চাঞ্চল্যকর তথ্য।
 

এলাকাবাসীর দেওয়া তথ্য ও এজাহার সূত্রে  জানাযায় আলমগীর হত্যাকাণ্ডে যেসব দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়েছিল, এর মধ্যে  চাইনিজ কুড়াল, পাক স্টিক লোহার রড সহ বাইসাইকেলের চেন সেটের স্পোকেট দিয়ে বিশেষভাবে বানানো অস্ত্র। আর এসব অস্ত্রের সবগুলোরই জোগান দেন, রাহিম আলী। তবে অজ্ঞাত কারণে এ অস্ত্র জোগান দাতার নাম এজাহারে উল্লেখ না থাকায় ধরাছোঁয়ার বাইরে রয়েছে এমনকি, অস্ত্র জোগান দান কারীর মদুদ দাতা হিসেবে রয়েছেন, চাকরিতে ইউনিয়নের  প্রভাবশালী নেতার ভাই কামরুজ্জামান বাবলু।


এবিষয়ে শিবগঞ্জ ওসি তদন্ত আরমান হোসেন জানান, পারিবারিক কলহের জেরে দুই পক্ষের সংঘর্ষে, এক জন নিহত হওয়ায়, মামলা হয়।  এস আই সোহেল এই মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে রয়েছেন। অজ্ঞাতনামা আসামি সহ তদন্ত অনুযায়ী দোষীদের গ্রেফতারের ব্যবস্থা নেওয়া হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫