|
প্রিন্টের সময়কালঃ ১৮ এপ্রিল ২০২৫ ০১:৪৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৪ জুন ২০২৪ ০৫:৪৭ অপরাহ্ণ

বরুণ ও নাতাশা কন্যা সন্তানের মা-বাবা হয়েছেন!


বরুণ ও নাতাশা কন্যা সন্তানের মা-বাবা হয়েছেন!


বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান ও নাতাশা দালাল দম্পতি বাবা-মা হয়েছেন। সোমবার সন্ধ্যায় ধাওয়ান পরিবারে ফুটফুটে কন্যাসন্তানের জন্ম হয়েছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সোমবার রাতেই বরুণ ধাওয়ান ও নাতাশা দালালের কোল আলো করে এসেছে তাদের প্রথম সন্তান। বেশ রাতের দিকে বরুণের হাসপাতাল থেকে বেরিয়ে আসার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।


এছাড়া ইনস্টাগ্রামে একটি ভিডিও কার্ড পোস্ট করেছেন বরুণ। এসময় বরুণ লেখেন, ‘আমাদের মেয়েকে পেয়েছি আমরা। মা এবং শিশুর জন্য এত শুভকামনার জন্য আপনাদের ধন্যবাদ। হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণকৃষ্ণ হরে হরে।

 

ভিডিওতে দেখা যায়, একটি সুন্দর করে সাজানো হট এয়ার বেলিনে চেপেছে সে, যাতে ভর্তি ফুল ও নানা উপহার। শিশুর জন্ম তারিখ উল্লেখ করা হয়েছে এখানে, যা হল ৩ জুন ২০২৪। যদিও মেয়ের নাম প্রকাশ করেননি। শুধু লিখলেন, ‘বেবি ধাওয়ান’।

 

তার সে ভিডিও পোস্টে প্রিয়াঙ্কা চোপড়া লেখেন, ‘অভিনন্দন। উহুহুহুহু।’ তার খুরতুতো বোন অভিনেত্রী পরিণীতি চোপড়াও পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন। বরুণের ‘সিটাডেল’-এর সহ-অভিনেত্রী সামান্থা রুথ প্রভু লিখেছেন, ‘সেরা খবর। আপনাদের দুজনকেই অভিনন্দন।’ 

 

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে মা-বাবা হচ্ছেন বলে জানিয়েছিলেন বরুণ-নাতাশা। ২০২১ সালে দীর্ঘ ১৪ বছরের বন্ধু পোশাকশিল্পী নাতাশা দালালের সঙ্গে গাঁটছড়া বাঁধেন বরুণ ধাওয়ান। আরব সাগর উপকূলবর্তী অলিবাগের একটি রিসোর্টে বিয়ে করেন এই জুটি।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫