ফরিদপুরে দুই স্বামীর বিরোধে একজনের মৃত্যু

ঢাকা প্রেস
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:-
ফরিদপুরের ভাঙ্গায় একই নারীকে বিয়ে করে দুই পুরুষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত রোববার এই বিরোধের জেরে একজন পুরুষকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
নিহত আকবর খরাতী। তিনি তার স্ত্রীকে নিয়ে শশুরবাড়িতে থাকতেন। অভিযোগ উঠেছে, আকবরের প্রথম স্বামী রমজান মাতুব্বরই তাকে কুপিয়ে হত্যা করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আসমা নামে এক নারীর সঙ্গে বিয়ে হয়েছিল রমজানের। পরে তাদের বিচ্ছেদ হয়। এরপর আসমা আকবরকে বিয়ে করেন। কিন্তু, রমজান গ্রামে ফিরে আসলে আবারও আসমার সঙ্গে সম্পর্ক জোর করে। দুই পুরুষের মধ্যে এই নারীকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
রোববার দুপুরে রমজান হঠাৎ আকবরের দোকানে গিয়ে তাকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। আকবরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫