|
প্রিন্টের সময়কালঃ ৩০ এপ্রিল ২০২৫ ১১:০০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৮ ডিসেম্বর ২০২৪ ০১:২৫ পূর্বাহ্ণ

জোলাভাতি রান্না করতে গিয়ে অগ্নিদগ্ধে কিশোরী ফারজানার মৃত্যু


জোলাভাতি রান্না করতে গিয়ে অগ্নিদগ্ধে কিশোরী ফারজানার মৃত্যু


ঢাকা প্রেস

জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি (নারায়ণগঞ্জ):

 

নারায়ণগঞ্জ বন্দরে জোলাভাতির রান্না করতে গিয়ে ফারজানা (১৩) নামে এক কিশোরী অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করার খবর পাওয়া গেছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোর ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত কিশোরী ফারজানা সুদূর গাইবান্দা জেলার পলাশবাড়ী থানার তালুক জাসিয়া গ্রামের ফয়েজ মিয়ার মেয়ে।  তারা দীর্ঘ দিন ধরে  বন্দর একরামপুর ইস্পাহানীস্থ  কালু মিয়ার বাড়ি ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল। এর আগে গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেল ৩টায় বন্দর থানার একরামপুর ইস্পাহানীস্থ কালু মিয়ার ভাড়াটিয়া বাড়ি ছাদে রান্না করার সময় এ অগ্নিদগ্ধ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে নিহত কিশোরী পিতা বাদী হয়ে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে।

 

নিহত কিশোরী পিতা ফয়েজ মিয়া গনমাধ্যমকে জানায়, গত বৃহস্পিতবার দুপুরে আমার মেয়ে ফারজানাসহ  অন্যান্য ভাড়াটিয়া মেয়েদের সাথে বাড়ি ছাদে জোলাভাতি রান্না করার সময় অসাবধনতা বসত অগ্নিদগ্ধ হয়। পরে স্থানীয়রা মুমুর্ষ অবস্থায়  আমার মেয়েকে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের র্বান ইউনিটে প্রেরণ করে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর ৬টায় মৃত্যুবরণ করে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫