পল্লী সঞ্চয় ব্যাংকে ‘প্রিন্সিপাল অফিসার নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীর তালিকা প্রকাশ

ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে পল্লী সঞ্চয় ব্যাংকে ‘প্রিন্সিপাল অফিসার (গ্রেড-৬)’ নিয়োগের জন্য ১০১ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পল্লী সঞ্চয় ব্যাংকে ষষ্ঠ গ্রেডের ‘প্রিন্সিপাল অফিসার’–এর ১০১টি শূন্য পদে নিয়োগের জন্য ২০২২ সালের ১৮ মে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ পদের জব আইডি-১০১৭৯। প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায় (লিখিত ও মৌখিক) প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রমানুসারে প্রণীত প্যানেল হতে নিয়োগসংক্রান্ত সরকারি বিধিবিধান অনুসরণ করে ১০১ জন প্রার্থীকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিয়োগসংক্রান্ত পরবর্তী সব কার্যক্রম সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃক সম্পাদিত হবে। প্রকাশিত ফলাফলে সংশোধনের প্রয়োজন দেখা দিলে বিএসসিএস তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫