|
প্রিন্টের সময়কালঃ ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৫৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৫ নভেম্বর ২০২৪ ০৬:৩৭ অপরাহ্ণ

সিএনজি ও পিকআপ ভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের


সিএনজি ও পিকআপ ভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের


ঢাকা প্রেস,নোয়াখালী প্রতিনিধি:-
 

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মো. ইয়ামিন ওরফে হেনজু (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
 

সোমবার (২৫ নভেম্বর) সকাল ৭টার দিকে চরজুবলী ইউনিয়নের হারিছ চৌধুরী বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইয়ামিন হাতিয়ার হরনী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বয়ারচর চেয়ারম্যান ঘাট এলাকার মো. বাহারের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৬টার দিকে ইয়ামিন সিএনজিচালিত অটোরিকশায় করে চেয়ারম্যান ঘাট থেকে জেলা শহর মাইজদীর উদ্দেশ্যে রওনা দেন। অটোরিকশাটি আটকপালিয়া বাজার থেকে সোনাপুর সড়কের হারিছ চৌধুরী বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

 

দুর্ঘটনায় সিএনজিচালকসহ দুজন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হলে পথে কাঁচপুর ব্রিজ এলাকায় ইয়ামিন মারা যান।

 

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে, তবে চালক পলাতক রয়েছে। নিহতের পরিবার লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫