|
প্রিন্টের সময়কালঃ ০৪ সেপ্টেম্বর ২০২৫ ০৩:০০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০১ সেপ্টেম্বর ২০২৫ ০৪:০৪ অপরাহ্ণ

ইসরায়েলের দাবি: বিমান হামলায় নিহত হামাস মুখপাত্র আবু উবাইদা


ইসরায়েলের দাবি: বিমান হামলায় নিহত হামাস মুখপাত্র আবু উবাইদা


অনলাইন ডেস্ক:-


 

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের সামরিক শাখা ইজ্জুদ্দিন আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা দেয়নি হামাস।
 

সোমবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, গাজা সিটির আল-রিমাল এলাকায় চালানো এ হামলায় অন্তত সাতজন নিহত ও ২০ জন আহত হন। স্থানীয় সাংবাদিকদের বরাত দিয়ে বলা হয়, নিহতদের মধ্যে শিশুও রয়েছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যে, ছয়তলা ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় পাঁচ দফা ক্ষেপণাস্ত্র হামলা হয়। ভবনটির একটি ফ্ল্যাট দাঁতের চিকিৎসকের চেম্বার হিসেবে ব্যবহৃত হতো। হামলার পর বিপুল পরিমাণ অর্থ ছড়িয়ে পড়লে স্থানীয়রা তা কুড়িয়ে নেয়, যদিও পরে হামাসের সদস্যরা অর্থ উদ্ধার করে।
 

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টজ এক্সে (টুইটার) দেওয়া পোস্টে বিমান হামলার সাফল্যের জন্য সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা শিন বেটকে অভিনন্দন জানান। এক যৌথ বিবৃতিতে আইডিএফ ও শিন বেট জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আবু উবাইদার অবস্থান শনাক্ত করে এ অভিযান পরিচালিত হয়।
 

গত রোববার ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, গাজায় চলমান অভিযানের গতি বাড়ার সঙ্গে সঙ্গে আবু উবাইদার সহযোগীরাও টার্গেট হবে।
 

প্রায় ৪০ বছর বয়সী আবু উবাইদা হামাসের শীর্ষস্থানীয় নেতাদের একজন হিসেবে পরিচিত ছিলেন। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলার পর তিনি নিয়মিতভাবে মুখ ঢাকা অবস্থায় বিবৃতি দিয়ে আসছিলেন। এসব বক্তব্যে ইসরায়েলবিরোধী অবস্থান তুলে ধরায় তিনি হামাস সমর্থকদের কাছে প্রতীকী ব্যক্তিত্বে পরিণত হন। ধারণা করা হচ্ছে, গত শুক্রবারই তিনি সর্বশেষ ভাষণ দেন, যেখানে ইসরায়েলি বন্দিদের পরিণতি এবং গাজা সিটিতে সম্ভাব্য আগ্রাসন নিয়ে সতর্ক করেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫