|
প্রিন্টের সময়কালঃ ০৫ এপ্রিল ২০২৫ ০৭:৫৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১১ জুন ২০২৩ ০৪:১৯ অপরাহ্ণ

দই ক্রিম ডিলাইট রেসিপি


দই ক্রিম ডিলাইট রেসিপি


রমে ঠান্ডা দইয়ের যেকোনো পদ খেয়ে পাওয়া যায় আরাম। সহজে বাড়িতে বানাতে পারবেন। 

দই ক্রিম ডিলাইট

উপকরণ: টক দই ৫০০ গ্রাম, ক্রিম ১০০ গ্রাম, কনডেনসড মিল্ক স্বাদ অনুযায়ী, মেরি বিস্কুট ১ প্যাকেট, ইনস্ট্যান্ট কফি ২ চা-চামচ।

প্রণালি: কনডেনসড মিল্ক ও ক্রিম একসঙ্গে মিশিয়ে নিন। দই মিশিয়ে নিন। এবার একটা স্বচ্ছ পরিবেশনপাত্রে মিশ্রণটা ঢেলে দিন। তার ওপর মেরি বিস্কুট বিছিয়ে দিন। ওপরে কিছু কফি ছিটিয়ে দিন। আবার দইয়ের মিশ্রণ দিন। এবার ওপরে বাকি কফিটুকু ছিটিয়ে দিন। ফ্রিজে কয়েক ঘণ্টার জন্য রেখে সেট করে নিন। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫