১৫০ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে শিগগিরই মিড ডে মিল চালু

দেশের ১৫০টি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিগগিরই মিড ডে মিল (দুপুরের খাবার) কার্যক্রম শুরু হতে যাচ্ছে। চলতি বছরের সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের শুরুতে এ কার্যক্রম চালু হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
রোববার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ তথ্য জানান।
মিড ডে মিলের অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, “এই কার্যক্রমের কাজ এগোচ্ছে এবং ১৫০টি উপজেলায় শিগগিরই চালু হবে।”
চলতি বছরের জানুয়ারিতে ১৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুর ঘোষণা আসলেও কিছু প্রক্রিয়াগত কারণে বিলম্ব হয়েছিল। এই বিষয়ে উপদেষ্টা ডা. বিধান রঞ্জন বলেন, “আমরা ডিপিপি তৈরি করেছি, যা পূর্বের বিবিএসের রিপোর্ট অনুযায়ী তৈরি হয়েছিল। একনেকে উপস্থাপনের পর নতুন পরিসংখ্যান প্রকাশিত হওয়ায় আমাদেরকে সেটি অনুযায়ী পুনর্নির্ধারণ করতে হলো। সেই কারণে কিছুটা বিলম্ব হয়েছে। তবে প্রকিউরমেন্ট ও ট্রেনিং প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে।”
উপদেষ্টা আশা প্রকাশ করে বলেন, “সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের শুরুতে দেশের ১৫০টি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল কার্যক্রম শুরু করতে পারবো।”
ডা. বিধান রঞ্জন আরও জানান, শিক্ষার্থীদের জন্য এই দুপুরের খাবারে ডিম, মৌসুমি ফল, বিস্কুট, দুধসহ মোট পাঁচ ধরনের খাবার সরবরাহ করা হবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫