ট্যুরিস্ট ভিসা বন্ধে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে যাত্রী পারাপার কমেছে

প্রকাশকালঃ ০৯ ডিসেম্বর ২০২৪ ০১:৪৬ অপরাহ্ণ ০ বার পঠিত
ট্যুরিস্ট ভিসা বন্ধে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে যাত্রী পারাপার কমেছে

ঢাকা প্রেস,হিলি প্রতিনিধি:-

 

ভারত সরকার ট্যুরিস্ট ভিসা বন্ধ করে দেওয়ায় দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। যদিও মেডিকেল ভিসার আওতায় যাত্রীরা স্বাভাবিকভাবেই যাতায়াত করছেন। কয়েক মাস আগেও এই চেকপোস্ট দিয়ে প্রতিদিন ৫০০ থেকে ৬০০ জন যাত্রী যাতায়াত করতেন। বর্তমানে ট্যুরিস্ট ভিসা বন্ধের ফলে এই সংখ্যা নেমে এসেছে ১০০ থেকে ১৫০ জনে। ফলে সরকারের রাজস্ব আয়ে প্রভাব পড়েছে।
 

হিলি ইমিগ্রেশনে যাতায়াতকারী কয়েকজন যাত্রী জানান, ভিসা বন্ধের কারণে বিশেষ করে রোগীসহ বিভিন্ন পেশার মানুষ বিপাকে পড়েছেন। অনেক যাত্রী পুরোনো ভিসার মাধ্যমে এখনো যাতায়াত করছেন। তবে যাত্রী সংখ্যা কম হওয়ায় পাসপোর্ট এন্ট্রি ও অন্যান্য কাজ দ্রুত সম্পন্ন হচ্ছে, যা যাত্রীদের জন্য কিছুটা স্বস্তিদায়ক। তবে ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে রোগীরা নতুন সমস্যায় পড়তে পারেন বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন। দ্রুত ভিসা সমস্যা সমাধানে বাংলাদেশ সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন যাত্রীরা।
 

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, "চলতি বছরের ৫ আগস্ট থেকে যাত্রী পারাপার উল্লেখযোগ্য হারে কমে গেছে। তবে কী কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে, তা আমরা জানি না। এই পথ দিয়ে যেকোনো বৈধ ভিসার পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করতে পারছেন। আমরা যাত্রীদের সব ধরনের সহযোগিতা দিয়ে দুই দেশের মধ্যে যাতায়াত সহজ করার চেষ্টা করছি।"
 

অন্যদিকে, হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শফিউল ইসলাম বলেন, "হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার অনেকটাই কমে গেছে। আমরা প্রতিটি যাত্রীর ব্যাগ তল্লাশি ও প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করছি।"
 

ট্যুরিস্ট ভিসা সমস্যা দ্রুত সমাধানে দুই দেশের উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।