|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ০৬:২৯ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১০ জুন ২০২৪ ০৩:০০ অপরাহ্ণ

মক্কার ও মদিনার পবিত্র মসজিদে নববিতে ঈদের নামাজে ইমাম যারা


মক্কার ও মদিনার পবিত্র মসজিদে নববিতে ঈদের নামাজে ইমাম যারা


আগামী রবিবার (১৬ জুন) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল আজহা পালিত হবে। এদিন বিশ্বের নানা প্রান্তের মুসলিমরা ঈদের নামাজ আদায় করবেন। মক্কার পবিত্র মসজিদুল হারাম ও মদিনার পবিত্র মসজিদে নববিতে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে। 

 

এ বছর পবিত্র মসজিদুল হারামে ঈদের নামাজে ইমাম ও খতিব হিসবে থাকবেন শায়খ ড. আবদুর রহমান বিন আবদুল আজিজ আল-সুদাইস। আর মদিনার পবিত্র মসজিদে নববিতে ঈদের নামাজ পড়াবেন শায়খ ড. খালিদ বিন সুলাইমান আল-মুহান্না। 


গতকাল শনিবার (৮ জুন) পবিত্র দুই মসজিদের ধর্মবিষয়ক বিভাগ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, মসজিদুল হারাম ও মসজিদে নববিতে ফজরের নামাজের পর পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে। অর্থাৎ সূর্যোদয়ের ১৫ মিনিট পরই ঈদের জামাত শুরু হবে।


 
পবিত্র হজ করতে সৌদি আরবে বিভিন্ন দেশের ১০ লাখের বেশি হজযাত্রী পৌঁছেছেন। আগামী ১৪ জুন থেকে পবিত্র হজের কার্যক্রম শুরু হবে। এ বছর সারা বিশ্বের ২০ লাখের বেশি মুসলিম হজ পালন করবেন বলে আশা করছে সৌদি আরব।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫