|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০২:০৫ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০১ জানুয়ারি ২০২৪ ১২:৫৬ অপরাহ্ণ

জাতির উদ্দেশে নববর্ষের ভাষণে দেশের জনগণের প্রতি ঐক্যের আহ্বান জানিয়েছে পুতিন


জাতির উদ্দেশে নববর্ষের ভাষণে দেশের জনগণের প্রতি ঐক্যের আহ্বান জানিয়েছে পুতিন


রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন রোববার জাতির উদ্দেশে নববর্ষের ভাষণ দিয়েছেন। তিনি এই ভাষণে দেশের জনগণের প্রতি ঐক্যের আহ্বান জানিয়েছেন। খবর সিনহুয়ার।

তিনি বলেন, ‘আমরা বারবার প্রমাণ করেছি, আমরা যেকোন সমস্যার এমনকী সবচেয়ে কঠিন সমস্যার সমাধান করতে পারি এবং আমরা কখনোই পিছপা হই না। কারণ, বিশ্বে এমন কোন শক্তি নেই যা আমাদেরকে বিভক্ত করতে পারে।’


তিনি আরো বলেন, ‘বিশ্বে এমন কোন শক্তি নেই যা আমাদের পিতাদের স্মৃতি ও বিশ্বাসকে ভুলিয়ে রাখতে বা আমাদের বিকাশকে থামাতে পারে।’ পুতিন ভাষণে রুশ পরিবারের সকলের মঙ্গল কামনা করেন। 

তিনি বলেন, ‘আমরা এক দেশ এবং একটি বড় পরিবার।’ প্রেসিডেন্ট বলেন, ‘আমরা পিতৃভূমির দৃঢ় উন্নয়ন ও আমাদের দেশের নাগরিকদের মঙ্গল নিশ্চিত করবো এবং আমরা আরো শক্তিশালী হবো।’


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫