|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ০৫:৩৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৭ মার্চ ২০২৫ ০১:৪২ অপরাহ্ণ

কর্মবিরতির মধ্যেও চলছে মেট্রোরেল, টিকিট ছাড়াই যাত্রীদের যাতায়াত


কর্মবিরতির মধ্যেও চলছে মেট্রোরেল, টিকিট ছাড়াই যাত্রীদের যাতায়াত


ঢাকা প্রেস নিউজ

 

যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে মেট্রোরেল কর্তৃপক্ষ ট্রেন চলাচল স্বাভাবিক রাখার সিদ্ধান্ত নিয়েছে। সেই অনুযায়ী, কর্মীদের কর্মবিরতির মধ্যেও সোমবার সকাল থেকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী মেট্রোরেল চলাচল করছে। যদিও কিছু কাউন্টারে কর্মী উপস্থিত ছিলেন, তারা টিকিট বিক্রি থেকে বিরত ছিলেন। ফলে, অনেক যাত্রী বিনা টিকিটেই গন্তব্যে পৌঁছেছেন।
 

ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী মো. তারিকুল ইসলাম জানান, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন থেকে ট্রেনে ওঠেন, তবে কাউন্টারে কর্মী থাকলেও তারা টিকিট বিক্রি করছিলেন না। ফলে, তিনি টিকিট ছাড়াই ফার্মগেট পৌঁছান।

 

এর আগে, রোববার রাত ২টার দিকে "ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের সব কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ" ব্যানারে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে কর্মচারীরা ছয় দফা দাবি জানান। তাদের দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য:

১, এক কার্যদিবসের মধ্যে পুলিশের উপপরিদর্শক (এসআই) মাসুদকে স্থায়ীভাবে বরখাস্ত এবং পরিদর্শক রঞ্জিত ও সংশ্লিষ্ট কনস্টেবলকে শাস্তি দিতে হবে।

২, অভিযুক্তদের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

৩, এমআরটি পুলিশ বিলুপ্ত করে মেট্রোরেলের নিজস্ব নিরাপত্তা বাহিনী গঠন করতে হবে।

৪, স্টেশন কর্মীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

৫, অনুমতি বা পরিচয়পত্র ছাড়া কেউ পেইড জোনে প্রবেশ করতে পারবে না।

৬, আহত কর্মীর চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব কর্তৃপক্ষকে নিতে হবে।
 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এসব দাবি পূরণ না হলে কর্মবিরতি অব্যাহত থাকবে এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। কর্মীদের কয়েকজন জানিয়েছেন, আগামী ১৭ মার্চ থেকে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।

 

রোববার বিকেল সোয়া ৫টার দিকে দুটি নারী যাত্রী বিনা টিকিটে স্টেশনের সুইং গেট ব্যবহার করে বের হওয়ার চেষ্টা করেন। নির্ধারিত পোশাক না থাকায় কর্মীরা তাদের পরিচয় নিশ্চিত করতে পারেননি। তখন পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এ নিয়ে উত্তেজিত হয়ে তর্কে জড়ান এবং একপর্যায়ে এমআরটি পুলিশের কন্ট্রোল রুমে চলে যান।
 

পরে পুলিশের এপিবিএনের দুই সদস্য সুইং গেট ব্যবহার করে বের হয়ে যান, যা দেখে মেট্রোরেল কর্মীরা কারণ জানতে চাইলে আরও পুলিশ সদস্য এসে তাদের সঙ্গে তর্কে জড়ান। একপর্যায়ে এক কর্মীর কাঁধে বন্দুকের বাঁট দিয়ে আঘাত করা হয় এবং আরেকজন কর্মীকে পুলিশ বক্সে নিয়ে মারধর করা হয়। এমনকি বন্দুক তাক করে গুলি করার হুমকিও দেওয়া হয়। পরে উপস্থিত অন্যান্য কর্মী ও যাত্রীরা ওই কর্মীকে পুলিশের হাত থেকে উদ্ধার করেন।
 

এই ঘটনার পরপরই মেট্রোরেল কর্মীরা প্রতিবাদ শুরু করেন এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কর্মবিরতির ঘোষণা দেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫