|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ১১:৫৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৮ ডিসেম্বর ২০২৩ ০৩:৪৭ অপরাহ্ণ

নির্বাচন পর্যবেক্ষণে ৩৫ দেশের ১৮০ জনের আবেদন


নির্বাচন পর্যবেক্ষণে ৩৫ দেশের ১৮০ জনের আবেদন


গামী জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে ৩৫ দেশ থেকে ১৮০ জন আগ্রহ প্রকাশ করে আবেদন করেছে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন।

আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাংবাদিকদের এসব কথা জানান।

সেহেলী সাবরীন জানান, আগামী জাতীয় নির্বাচন পর্যবেক্ষণের জন্য ৩৫ দেশ থেকে ১৮০ জন আগ্রহ প্রকাশ করে আবেদন করেছেন। এর বাইরে নির্বাচনের খবর সংগ্রহে আবেদন করেছেন ৭১ জন বিদেশি সাংবাদিক। এগুলো যাচাই-বাছাই করছে নির্বাচন কমিশন। তবে এখনও তাঁদের তালিকা চুড়ান্ত হয়নি।

নির্বাচন উপলক্ষে বিদেশ থেকে আসা নির্বাচন পর্যবেক্ষকদের পর্যবেক্ষণের সময় সার্বিক সহায়তার জন্য ৩০ জন কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে সরকার। তাদের ‘স্বাগতিক কর্মকর্তা’ হিসেবে নিয়োগ দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্তি করা হয়েছে। গতকাল বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

আদেশে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের পর্যবেক্ষণ চলাকালে তাঁদের সার্বিক সহায়তার জন্য ৩০ জন কর্মকর্তাকে আগামী ৩১ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত স্বাগতিক কর্মকর্তা (হোস্ট অফিসার) নিয়োগ দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্তি করা হলো।

এর আগে নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহী বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের আবেদন আহ্বান করে গত অক্টোবরে বিজ্ঞপ্তি দেয় নির্বাচন কমিশনে (ইসি)। আগ্রহীদের ২১ নভেম্বরের মধ্যে আবেদন করতে বলা হয়েছিল। এরপর আবেদনের সময় ৭ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। পরে যাচাই বাছাই করে বিদেশি পর্যবেক্ষক ও বিদেশি সাংবাদিকদের ভিসা দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়।

নির্বাচননির্বাচন কমিশনসিইসিজাতীয় সংসদ নির্বাচন- ২০২৪


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫