যশোরে ছদ্মবেশী প্রতারকদের তৎপরতা বৃদ্ধি, সক্রিয় পুলিশ অভিযান
জুয়েল রানা আব্বাসী, ঢাকা প্রেস:-
যশোরে দিন দিন বেড়েই চলেছে ছদ্মবেশী প্রতারক চক্রের কার্যক্রম। এদের দমন করতে তৎপরতা বাড়িয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত নামলেই যশোর শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নারীর ছদ্মবেশে সক্রিয় হয়ে ওঠে একটি প্রতারক চক্র। নিজেদের ‘হিজড়া’ পরিচয় দিলেও, বাস্তবে অনেকেই পুরুষ—যারা নারীর পোশাক ও সাজসজ্জা ব্যবহার করে চুরি ও অন্যান্য অপরাধে জড়িত।
মনিহার মোড়, নড়াইল বাসস্ট্যান্ড, পৌর পার্ক ও শপিংমল এলাকায় সন্ধ্যার পর থেকেই অবস্থান নেয় চক্রের সদস্যরা। জনসমাগমের সুযোগে মুহূর্তের মধ্যে নারীদের ভ্যানিটি ব্যাগ, মোবাইল ফোন, টাকা-পয়সা ও মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
মুড়লী মোড় এলাকার ভুক্তভোগী মোহাম্মদ সুবহান গাজী বলেন,
“ওরা প্রথমে বন্ধুভাবাপন্ন আচরণ করে কথা বলে। বুঝে ওঠার আগেই ব্যাগ থেকে সব কিছু গায়েব হয়ে যায়। বাধা দিলে দল বেঁধে হামলার চেষ্টা করে।”
স্থানীয়দের অভিযোগ, চক্রটি শুধু চুরিতেই নয়, বরং অনৈতিক কর্মকাণ্ড ও গোপন অবৈধ সম্পর্কেও জড়িত। খালধার রোড, কোর্ট এলাকার অন্ধকার গলি ও সিনেমা হলের আশপাশে এদের উপস্থিতি সবচেয়ে বেশি দেখা যায়।
চক্রের সদস্যরা গ্লিটার, গাঢ় মেকআপ ও কৃত্রিম খোপা ব্যবহার করলেও হাত-মুখের রঙের অমিল এবং আচরণের অস্বাভাবিকতা থেকেই সহজেই বোঝা যায় তাদের ছদ্মবেশ।
একাধিক স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, “ওদের বিরুদ্ধে প্রকাশ্যে কিছু বলা কঠিন। প্রতিবাদ করলে দল বেঁধে হামলা করে বসে, তাই অনেকে ভয় পেয়ে চুপ থাকে।”
এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান বলেন,
“ছদ্মবেশী প্রতারক চক্রের বিরুদ্ধে ইতোমধ্যেই পুলিশ গোপনে অভিযান শুরু করেছে। জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।”
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫