|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১১:০৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৬ মে ২০২৪ ১০:০০ পূর্বাহ্ণ

দেরাদুন কনসার্টে সুনিধি চৌহানকে বোতল ছুঁড়ে মারার ঘটনায় ক্ষোভ নেটিজেনদের


দেরাদুন কনসার্টে সুনিধি চৌহানকে বোতল ছুঁড়ে মারার ঘটনায় ক্ষোভ নেটিজেনদের


২০২৪ সালের ৩রা মে, উত্তরখণ্ডের দেরাদুনে একটি কনসার্টে পারফর্ম করার সময় প্লেব্যাক গায়িকা সুনিধি চৌহানকে এক দর্শক পানির বোতল ছুঁড়ে মারেন। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তীব্র সমালোচনার ঝড় উঠেছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, মঞ্চে গান গাওয়ার সময় হঠাৎ সুনিধি চৌহানের পায়ের কাছে একটি পানির বোতল পড়ে। কিছুক্ষণ থমকে গেলেও পরক্ষণেই তিনি সামলে নেন পরিস্থিতি এবং আবার গান গাইতে থাকেন।

এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা। অনেকেই দর্শকের এই আচরণকে অসম্মানজনক ও লজ্জাজনক বলে মন্তব্য করেছেন।

প্রিয়া নামে একজন নেটিজেন লিখেছেন, "এটি অসম্মানজনক কাজ। সুনিধি ভদ্র বলে কোনো প্রতিক্রিয়া দেননি।" অঞ্জুশা শর্মা লিখেছেন, "এটি দেখে খুবই দুঃখ লাগলো। এ ঘটনায় সে কেমন অনুভব করেছে, তা উপলব্ধি করছি।" শোভন লিখেছেন, "এটা খুব লজ্জাজনক।"

নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে সংগীত জগতে পা রাখেন সুনিধি চৌহান। "ধুম্মা চালে", "আজা নাচলে", "ডান্স পে ডান্স", "শিলা কি জওয়ানি", "কামলি" সহ বলিউডের বেশ কিছু জনপ্রিয় প্লেব্যাক গানে কণ্ঠ দিয়েছেন তিনি। বিশেষ করে বলিউডের আইটেম গানে তার কণ্ঠ বেশ জনপ্রিয়।

৪০ বছর বয়সী এই গায়িকা হিন্দিসহ বিভিন্ন ভাষার গান গেয়েছেন। বাংলাদেশি সিনেমার গানেও তার কণ্ঠ শোনা গেছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫