|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ১১:৪৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৭ আগu ২০২৩ ০৫:৪০ অপরাহ্ণ

কেজিএফ ২’-এর রেকর্ডও ভেঙে দিয়েছে ‘গদার ২’


কেজিএফ ২’-এর রেকর্ডও ভেঙে দিয়েছে ‘গদার ২’


প্রথম কিস্তি যাঁরা দেখেছেন, তাঁদের অপেক্ষা ছিল ‘গদার ২’ নিয়ে। কিন্তু ট্রেলার মুক্তির পর সেভাবে সাড়া জাগাতে পারেনি। মুক্তির পর সমালোচকেরাও ছবিটিকে খুব ভালো রেটিং দেননি। কিন্তু সাধারণ দর্শক ঠিকই ‘গদার ২’কে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। ১১ আগস্ট মুক্তির পর এখনো সমানতালে ব্যবসা করে যাচ্ছে অনিল শর্মার ছবিটি। 

নতুন খবর, আয়ের দিক থেকে ‘কেজিএফ ২’-এর রেকর্ডও ভেঙে দিয়েছে ‘গদার ২’। খবর হিন্দুস্তান টাইমসের গতকাল শনিবার মুক্তির ১৬তম দিনে ভারতের বক্স অফিস থেকে ১২ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে ‘গদার ২’। এখন পর্যন্ত এই ছবির মোট আয় ৪৩৮ কোটি ৭০ লাখ রুপি। 


অন্যদিকে ‘কেজিএফ ২’-এর হিন্দি সংস্করণের মোট আয় ৪৩৪ কোটি ৭০ লাখ রুপি। বক্স অফিস বিশ্লেষকেরা মনে করছেন, কেবল ‘কেজিএফ ২’ নয়, আরও অনেক রেকর্ডও ভাঙবে সানি দেওল অভিনীত সিনেমাটি।


ভারতে আয়ের নিরিখে ‘গদার ২’-এর অবস্থান এখন তৃতীয়। ভারতের বক্স অফিস থেকে ‘গদার ২’-এর থেকে বেশি আয় করেছে কেবল ‘পাঠান’ ও ‘দঙ্গল’ সিনেমা দুটি। ভারত ও সারা দুনিয়ার বক্স অফিসের হিসাব করলে ‘গদার ২’ আছে ১০-এ। সারা দুনিয়া থেকে এ পর্যন্ত ৫৭৭ কোটি ৬৭ লাখ রুপি আয় করেছে সিনেমাটি।

সানি দেওল ও আমিশা প্যাটেলের ক্যারিয়ারের সবচেয়ে বড় ব্লকবাস্টার এই ছবি। ‘গদার ২’-এর সাফল্য ঘিরে আবেগ আপ্লুত সানি। এক ভিডিও বার্তায় ভক্তদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আপনাদের সবার “গদর ২” ভালো লেগেছে দেখে আমি খুব খুশি। কোনো দিন ভাবিনি এমনটা ঘটবে। আমরা ৪০০ কোটির গণ্ডি পার করেছি এবং আরও দূর যাব। এটা সম্ভব হয়েছে শুধু আপনাদেরই জন্য। তারা সিং, সকিনা আর পুরো “গদার” পরিবারকে আপনারা ভালোবাসা দিয়েছেন।’


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫