|
প্রিন্টের সময়কালঃ ২৫ জানুয়ারি ২০২৬ ১২:৩৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৪ জানুয়ারি ২০২৬ ১২:২৭ অপরাহ্ণ

পেকুয়ায় জামায়াতের নির্বাচনী সভা ও গণমিছিল অনুষ্ঠিত


পেকুয়ায় জামায়াতের নির্বাচনী সভা ও গণমিছিল অনুষ্ঠিত


নূর মোহাম্মদ, পেকুয়া (কক্সবাজার) প্রতিবেদক:

 

পেকুয়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর উদ্যোগে শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল ৩টায় এক নির্বাচনী সভা ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ উদ্দীনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহাম্মদ নুরুল কবিরের সঞ্চালনায় মিছিল-পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়।
 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনে জামায়াত ও ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল ফারুখ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ হেদায়েত উল্লাহ।
 

অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন জেলা জামায়াতের শূরা সদস্য ও বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা এ এইচ এম বদিউল আলম জিহাদী, উপজেলা জামায়াতের নায়েবে আমির জে এম শাহাবউদ্দীন, সহকারী সেক্রেটারি অধ্যাপক নুরুজ্জামান মঞ্জু, দিদারুল ইসলাম, চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জিএম কায়সার, হারবাং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন মোহাম্মদ বাবর এবং পেকুয়ার সমাজসেবক সরফরাজ আল নেওয়াজ চৌধুরী।
 

প্রধান অতিথি আব্দুল্লাহ আল ফারুখ সমাবেশে বলেন, “দেশে দুর্নীতি, বেকারত্ব ও বিচারহীনতা সবচেয়ে বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এই সমস্যাগুলি থেকে দেশ ও জাতিকে মুক্ত করতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানাই।”
 

সমাবেশ শেষে পেকুয়া আনোয়ারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণ থেকে একটি বিশাল গণমিছিল বের হয়ে পেকুয়া আলহাজ কবির আহমদ চৌধুরী বাজারের পশ্চিম পাশে গিয়ে শেষ হয়। মিছিলে পেকুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।
 

উল্লেখ্য, ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজার-১ সংসদীয় আসনের পেকুয়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী এ ধরনের গণমিছিল ও নির্বাচনী সভার আয়োজন করেছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬