|
প্রিন্টের সময়কালঃ ২০ এপ্রিল ২০২৫ ০১:৫৭ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০১ জানুয়ারি ২০২৪ ০৪:৪০ অপরাহ্ণ

কলাবাগানের জনসভামঞ্চে শেখ হাসিনা


কলাবাগানের জনসভামঞ্চে শেখ হাসিনা


রাজধানীর কলাবাগানে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় উপস্থিত হয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১ জানুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে কলাবাগান মাঠের জনসভামঞ্চে উপস্থিত হন তিনি।

দুপুরের আগ থেকেই ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে নেতারা মিছিল নিয়ে জনসভাস্থলে আসতে থাকেন। ঢাকার থানা, ওয়ার্ড, ইউনিয়ন, ইউনিটের নেতারা আলাদা মিছিল নিয়ে আসছেন। ঢাকার দুই সিটির কাউন্সিলররাও লোকজন নিয়ে জনসভায় আসেন। মিছিলে ঢাকঢোল পেটানোর পাশাপাশি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু‘, ‘শেখ হাসিনার সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন’সহ নানান নির্বাচনী স্লোগান দিচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এছাড়াও ঢাকার বিভিন্ন সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরাও এসেছেন সদলবলে। এ সময় তাদের অনুসারীদের নানা ধরনের স্লোগান দিতে দেখা যায়।

এদিকে কলাবাগান মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় বড় জমায়েতের কারণে আশপাশের সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। যানজটের ভোগান্তি এড়াতে অনেকে পায়ে হেঁটেই গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছেন। তবে জনসভার কারণে বিকল্প সড়ক দিয়ে গাড়ি চলাচল করায় ভোগান্তি কমানো গেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫