|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ০৬:২৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৭ ডিসেম্বর ২০২৪ ০৭:১৫ অপরাহ্ণ

যে রেকর্ড নিয়ে বছর শেষে মুখোমুখি বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ


যে রেকর্ড নিয়ে বছর শেষে মুখোমুখি বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ


ঢাকা প্রেস,স্পোর্টস ডেস্ক:-

 

বাংলাদেশ প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে খেলতে নেমেছিল আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে সবচেয়ে বেশি হারানোর রেকর্ড নিয়ে। সেন্ট ভিনসেন্টে অনুষ্ঠিত সেই ম্যাচে বাংলাদেশ ৭ রানে জয়লাভ করে সিরিজে এগিয়ে যায়।
 

এদিকে, আরেকটি সুখবরও এসেছে বাংলাদেশের জন্য। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ হারানোর রেকর্ডে এবার তাদের সঙ্গী হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এখন এই দুই দলের হার সংখ্যা ১০৭টি করে।
 

বুধবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় ভোর ৬টায় সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
 

দুই দলের জন্যই ম্যাচটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ যে দলটি সিরিজ হারবে, তারা বছরের শেষটা এই রেকর্ডের সঙ্গেই শেষ করবে।
 

এ বছর শেষে পাকিস্তান বেশ বিব্রতকর অবস্থায় রয়েছে। টি-টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে বেশি ম্যাচ হারের তালিকায় তাদের সঙ্গে নাম রয়েছে আফ্রিকার দেশ রুয়ান্ডারও। পাকিস্তান এবং রুয়ান্ডা উভয়ই ১৬টি করে ম্যাচ হেরেছে।
 

রুয়ান্ডা সাত বছর আগে আইসিসির সহযোগী সদস্যপদ লাভ করে, তবে পাকিস্তান ৩টি বেশি ম্যাচ খেলেছে। ২৪ ম্যাচে ৮ জয় ও ১৬ হারের রেকর্ড রয়েছে রুয়ান্ডার, আর ২৭ ম্যাচে ৯ জয় ও ১৬ হারের রেকর্ড পাকিস্তানের।
 

হারের তালিকায় পরবর্তী স্থানে রয়েছে জিম্বাবুয়ে, যারা ২৪ ম্যাচের মধ্যে ১৪টি হেরেছে এবং ১০টি ম্যাচ জিতেছে। ১০ জয় ও ১২ হার নিয়ে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা ২৩ ম্যাচে ১১ হার নিয়ে চারে, তাদের জয় ১২টি। ওয়েস্ট ইন্ডিজ ২৫ ম্যাচে ১০ হার ও ১৪ জয় নিয়ে পঞ্চম স্থানে রয়েছে।
 

বাংলাদেশ যদি শেষ দুই ম্যাচ হারে, তবে ২০২৪ সালের শেষে এসে টি-টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে বেশি ম্যাচ হারা দল হিসেবে নিজেদের নাম লেখাতে পারে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫