|
প্রিন্টের সময়কালঃ ২৮ সেপ্টেম্বর ২০২৫ ০৪:৩৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ সেপ্টেম্বর ২০২৫ ০২:২৬ অপরাহ্ণ

বন্দরের ডেবার পাড়ে পুলিশের ভয়ে পুকুরে লাফ, যুবকের মৃত্যু


বন্দরের ডেবার পাড়ে পুলিশের ভয়ে পুকুরে লাফ, যুবকের মৃত্যু


ডেস্ক নিউজ, চট্টগ্রাম:-

 

বন্দর এলাকার ডেবার পাড়ে পুলিশের টহল দেখে পুকুরে লাফ দিয়ে এক যুবক প্রাণ হারিয়েছেন। নিহতের নাম মাসুদ রানা (৩০)। তিনি ওই এলাকার স্থানীয় বাসিন্দা নেছার আহমেদের পুত্র
 

এলাকাবাসী জানান, রোববার (২১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে রাজা বাদশা ব্রিকফিল্ড ডেবার পাড় এলাকায় বন্দর থানা পুলিশের টহল টিম উপস্থিত হলে, কয়েকজন মাদকসেবী ও ক্রেতা-বিক্রেতা আতঙ্কে পালানোর চেষ্টা করেন। সেই সময় মাসুদ রানা পুকুরে লাফ দেন।
 

সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার লাশ উদ্ধার করে। ফায়ার সার্ভিস আগ্রাবাদ কন্ট্রোল রুম জানায়, ডেবার পাড় এলাকায় কিছু যুবক তাসখেলা ও মদের নেশায় আড্ডা দিচ্ছিল। পুলিশ দেখে তারা পুকুরে লাফ দেয়; এদের মধ্যে ৪-৫ জন সাঁতার কেটে বের হতে পারলেও একজন ডুবে যান।
 

ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মো. আবদুল মান্নান আনসারী বলেন, সকাল সাড়ে ৮টার দিকে ডেবার পাড়ের ডেবা থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে।
 

বন্দর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম জানান, লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত তথ্য জানা যাবে।
 

ছবি ও তথ্য সংগ্রহ করা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫