চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে লড়াইয়ে ডন সেলিম

ঢাকা প্রেস
জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি (নারায়ণগঞ্জ):-
নারায়ণগঞ্জে মিথ্যা চাঁদাবাজির মামলায় আত্মসমর্পণ করেছেন সেলিম প্রধান। আদালত তার জামিন মঞ্জুর করেছেন। সোমবার (১৮ নভেম্বর) দুপুর ১২টায় নারায়ণগঞ্জ জজ কোর্টে তিনি জামিননামা দাখিল করেন।
এ সময় সেলিম প্রধান বলেন, "আমার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে, অথচ আমি নিজেই সেই জায়গার মালিক। একজন মালিক কি নিজের জায়গায় চাঁদাবাজি করতে পারে? গাজীর নেতৃত্বে আমার বাড়িতে হামলা চালানো হয়েছে। রূপগঞ্জ থেকে হাজার হাজার লোক এনে একাধিকবার আমার ওপর আক্রমণ করা হয়েছে। আমার জমি নিয়ে যে চুক্তিনামার কথা বলা হচ্ছে, তা ভুয়া। তাদের দাবি অনুযায়ী একবার এক বছরের, আবার দশ বছরের চুক্তি! দেশের আইন অনুযায়ী চুক্তি হয় তিন বছরের।"
তিনি আরও বলেন, "সরকারের অত্যাচারের বিরুদ্ধে আমি সবসময় লড়াই করেছি। কিন্তু দিপু ভূঁইয়ার প্ররোচনায় এখন এসব মিথ্যা মামলা হচ্ছে। আমার কথা বিশ্বাস করতে হবে না, রূপগঞ্জ গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বললেই সব পরিষ্কার হয়ে যাবে। দিপু ভূঁইয়ার বাহিনীতে যোগ দিয়েছে গাজীর সন্ত্রাসী লোকজন। আর দিপু এখন আমেরিকায় পাপ্পা গাজীর সঙ্গে রয়েছেন। কেন? কারণ তারা জানে আমি থাকলে তাদের চাঁদাবাজি এবং মাদক ব্যবসা করতে দেব না।"
সেলিম প্রধান অভিযোগ করেন, "যে সময়ের কথা উল্লেখ করে চাঁদাবাজির মামলা করা হয়েছে, তখন আমি গুলশানে স্বাধীনতা উদযাপন করছিলাম। আমার ফোন ট্র্যাক করলেই সত্য বেরিয়ে আসবে। রূপগঞ্জের মানুষ জানে, সেই জায়গা আমার। আমি জেলে থাকাকালীন জোরপূর্বক দখল করা হয়েছে। নিজের জমিতে চাঁদাবাজি করার অভিযোগ কি যুক্তিযুক্ত? মে মাসে আমার বাড়িতে হামলার সময় মুজিবুর, বালু হাবিব, এমদাদ ও হিরা নেতৃত্ব দিয়েছিল। থানায় অভিযোগ জানাতে গেলেও মামলা নেয়নি। কিছু আড়ৎদারকে জিম্মি করে রেখেছে তারা। গাজী আমাকে ভয় পেত, কারণ আমি থাকলে তার অবৈধ কার্যকলাপ বন্ধ হয়ে যেত।"
সেলিম প্রধানের আইনজীবী আশরাফুল বারী ভূঁইয়া জানান, "চাঁদাবাজির মামলাটি ভিত্তিহীন। সেলিম প্রধান ও নবী হোসেন হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের জামিন নিয়েছেন। আজ নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিননামা দাখিল করেছি, যা মঞ্জুর করা হয়েছে। এই মামলায় কোনো সত্যতা নেই।"
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫