|
প্রিন্টের সময়কালঃ ২৭ জানুয়ারি ২০২৬ ০৩:৫০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৭ জানুয়ারি ২০২৬ ১২:২৪ অপরাহ্ণ

ভৈরবে বগি লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ


ভৈরবে বগি লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ


ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা:

 

কিশোরগঞ্জের ভৈরব বাজার রেলওয়ে জংশনে ঢাকা মেইল-২ (ডাউন) ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
 

সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশন থেকে প্রায় ১৫০ মিটার দূরে জয়েন্ট লাইনের ওপর এ দুর্ঘটনা ঘটে। লাইনচ্যুত বগিটি ট্রেনের ইঞ্জিন থেকে চতুর্থ বগি বলে জানা গেছে।
 

ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ ইউসুফ জানান, সোমবার রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসে ঢাকা মেইল-২ (ডাউন) ট্রেন। ট্রেনটি রাত ২টা ৪০ মিনিটে ভৈরব স্টেশনে পৌঁছায় এবং প্রায় ৪০ মিনিট যাত্রাবিরতির পর রাত ৩টা ২০ মিনিটে পুনরায় চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়। স্টেশন ছাড়ার কয়েক মিনিটের মধ্যেই বগিটি লাইনচ্যুত হয়।
 

তিনি আরও জানান, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দুর্ঘটনার পর সংশ্লিষ্ট রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
 

মঙ্গলবার সকাল ৮টার দিকে আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন ভৈরবে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। দ্রুত সময়ের মধ্যেই উদ্ধার কাজ শেষ করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে বলে জানান স্টেশন মাস্টার।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬