পানছড়িতে সেনাবাহিনীর তল্লাশি অভিযানে অবৈধ ওয়াকি-টকি উদ্ধার, আটক ১

মোহাম্মদ করিম, বিশেষ প্রতিনিধি:-
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় সেনাবাহিনীর একটি সফল তল্লাশি অভিযানে ১০টি অবৈধ ওয়াকি-টকি ওয়ারলেস সেটসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) সকাল ১০টার দিকে পানছড়ি আর্মি ক্যাম্পের একটি দল এই অভিযান পরিচালনা করে।
সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাসদস্যরা একটি সিএনজি তল্লাশি করে ওইসব অবৈধ যন্ত্রাংশ জব্দ করে। আটক ব্যক্তির নাম চন্দন ত্রিপুরা (৪০)। তার কাছ থেকে পাওয়া যন্ত্রপাতিগুলোর মধ্যে ছিল ওয়াকি-টকি সেট ছাড়াও অন্যান্য যোগাযোগ সহায়ক সরঞ্জাম।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধারণা করা হচ্ছে, এই সব যন্ত্রপাতি নিষিদ্ধ ঘোষিত আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে সরবরাহ করা হচ্ছিল। এসব যোগাযোগ ডিভাইস সন্ত্রাসী তৎপরতার জন্য ব্যবহৃত হতে পারত বলে আশঙ্কা করা হচ্ছে।
বাংলাদেশ সেনাবাহিনী দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সর্বদা সচেষ্ট। রাষ্ট্রবিরোধী কোনো তৎপরতা সম্পর্কে তথ্য থাকলে তা দ্রুত নিকটস্থ সেনা ক্যাম্পে জানাতে আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫