ঢাকা ছাড়লেন খালেদা জিয়ার পুত্রবধূ

প্রায় দেড় মাস সময় কাটিয়ে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন খালেদা জিয়ার পুত্রবধূ শর্মিলা রহমান সিঁথি।
রোববার (৭ মে) মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
চলতি বছরের ২১ মার্চ নিজের অসুস্থ মা এবং শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে ঈদ করতে ঢাকায় আসেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সিঁথি।
ঢাকায় এসে প্রথমে খালেদা জিয়ার গুলশানের বাসায় ওঠেন। পরদিন মাকে দেখতে বনানীর বাসায় যান। ঈদের কয়েক দিন আগে লন্ডন থেকে সিঁথির দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমানও ঢাকায় আসেন। তারাও মায়ের সঙ্গে লন্ডন ফিরে গেছেন।
উল্লেখ্য, ২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান খালেদা জিয়ার ছেলে আরাফাত রহমান কোকো। তার মৃত্যুর পর দুই মেয়েকে নিয়ে লন্ডনে বসবাস করছেন সিঁথি।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫