ঢাকায় ৩ জানুয়ারি জামায়াতের মহাসমাবেশ
ঢাকায় আগামী ৩ জানুয়ারি (শুক্রবার) জামায়াতে ইসলামী এক মহাসমাবেশের আয়োজন করছে। কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাম্প্রতিক বৈঠকে এ কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়।
মহাসমাবেশটি দুপুর ১২টায় শুরু হবে মানিক মিয়া অ্যাভিনিউতে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার নেতারা সোমবার (২২ ডিসেম্বর) রাতে সমন্বয় সভা করে কর্মসূচি সফল করার প্রস্তুতি শুরু করেছেন।
জামায়াতের ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের অগ্রসৈনিক শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার এবং দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানিয়ে এই সমাবেশের ডাক দেওয়া হয়েছে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ বলেন, “শহীদ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। একইসঙ্গে দেশের সব অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের আটক করতে হবে। এই দুটি দাবি পূরণ না হলে নির্বাচন প্রক্রিয়ায় সমান সুযোগ (‘লেভেল প্লেয়িং ফিল্ড’) নিশ্চিত করা সম্ভব হবে না।”
সূত্রে জানা গেছে, সমাবেশে দেশের বিভিন্ন জেলা থেকে এক মিলিয়নেরও বেশি নেতাকর্মী অংশগ্রহণ করবেন এবং তৃণমূল পর্যায়ে প্রস্তুতিও ইতোমধ্যেই শুরু হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫