|
প্রিন্টের সময়কালঃ ১০ নভেম্বর ২০২৫ ১২:১২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৯ নভেম্বর ২০২৫ ০৫:৪৩ অপরাহ্ণ

প্রবাসীদের টার্গেট করে টাকা হাতিয়ে নিত চক্র, গ্রেপ্তার রোকনুজ্জামান রিপন


প্রবাসীদের টার্গেট করে টাকা হাতিয়ে নিত চক্র, গ্রেপ্তার রোকনুজ্জামান রিপন


ইউরোপ ও আমেরিকায় পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে প্রবাসীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নোয়াখালী পিবিআই রোকনুজ্জামান রিপন (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার রাতের দিকে রংপুরের তারাগঞ্জ উপজেলার হাইস্কুল এলাকা থেকে তাকে ধরা হয়। পরে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে রিপন দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
 

পিবিআই নোয়াখালী কার্যালয়ের বিশেষ পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান আজ রোববার এ তথ্য নিশ্চিত করেছেন।
 

গ্রেপ্তারকৃত রিপন তারাগঞ্জের কুর্শা ইউনিয়নের কুর্শা জদ্দিপাড়ার বাসিন্দা। তার বিরুদ্ধে ৫ নভেম্বর বেগমগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেছিলেন ওমান প্রবাসী আমির হোসেনের স্ত্রী রেশমি আক্তার (২৬)। মামলার ভিত্তিতে পিবিআই নোয়াখালী কার্যালয়ের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) কামাল আব্বাসের নেতৃত্বে রিপনকে গ্রেপ্তার করা হয়। এসআই কামাল আব্বাস মামলাটির তদন্তও করছেন।
 

তদন্তে জানা যায়, রিপন ফেসবুকে নানা বয়সের নারী ও পুরুষের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতেন। পরে দেশের ও বিদেশের প্রবাসীদের টার্গেট করে কানাডাসহ ইউরোপের বিভিন্ন দেশে ভিসা দেওয়ার প্রলোভন দেখাতেন। এরপর টাকা নিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করতেন।
 

রেশমি আক্তার জানান, বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওমান প্রবাসী আমির হোসেনকে কানাডা পাঠানোর প্রস্তাব দিয়েছিল রিপন। বিশ্বাস করে তারা ব্যাংক হিসাব থেকে ৫ লাখ ৬৫ হাজার টাকা ও নগদ ২ লাখ টাকা দিয়েছেন। টাকা নেওয়ার পর রিপন সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। এই ঘটনায় রেশমি আক্তার বেগমগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন।
 

এসআই কামাল আব্বাস বলেন, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে রিপনকে গ্রেপ্তার করে নোয়াখালী আনা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় তাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে তিনি দোষ স্বীকার করে জবানবন্দি দেন। জবানবন্দিতে আরও তিনজন সহযোগীর নাম প্রকাশ করেছেন রিপন। তদন্তে জানা গেছে, প্রতারক চক্রটি চারটি ব্যাংক হিসাবের মাধ্যমে প্রায় ২ কোটি টাকা হাতিয়ে নিয়েছে।
 

পিবিআই নোয়াখালী কার্যালয়ের পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান বলেন, “রিপন ও তার সহযোগীরা ইউরোপ-আমেরিকার বিভিন্ন দেশে প্রবাসীদের পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে ২ কোটি টাকা আত্মসাৎ করেছেন। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে।”


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫