|
প্রিন্টের সময়কালঃ ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩১ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৭ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৫৮ অপরাহ্ণ

কুমিল্লায় ট্রাকচাপায় প্রবাসী যুবকের মৃত্যু


কুমিল্লায় ট্রাকচাপায় প্রবাসী যুবকের মৃত্যু


কাউছার সরকার (বিশেষ প্রতিনিধি) কুমিল্লা:-

 

কুমিল্লার বুড়িচং উপজেলায় ট্রাকচাপায় মো. রাসেল (৩২) নামে এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। বুধবার সকাল ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ময়নামতি ইউনিয়নের কাটা জাঙ্গাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 

নিহত রাসেল উপজেলার ময়নামতি ইউনিয়নের ঝুমুর গ্রামের উত্তরপাড়া মুন্সিবাড়ির মুস্তাক আহমেদের ছেলে। তিনি ইরাক প্রবাসী ছিলেন। ছুটিতে দেশে এসে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিলেন।
 

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে একটি চেক নিয়ে ক্যান্টনমেন্ট এলাকার একটি ব্যাংকে যাওয়ার পথে কাটা জাঙ্গাল এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। ট্রাকের চাকা মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 

খবর পেয়ে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। তবে দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।
 

ময়নামতি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার জানান, দ্রুতগামী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী রাসেল নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত ট্রাকটি এখনও শনাক্ত করা যায়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫