পলাশবাড়ী পৌর সভার ৬ টি উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন।

সিরাজুল ইসলাম রতন (পলাশবাড়ী প্রতিনিধি):-
পলাশবাড়ী পৌর সভার উদ্যোগে ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে ২ কোটি ১৪ লক্ষ টাকা ব্যায়ে ৬ টি উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে।
১৯ মে বোববার দুপুরে ৬ টি পৃথক রাস্তার নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব।
উল্লেখযোগ্য প্রকল্প গুলোর মধ্যে পৌর শহরের আন্দুয়া পাকার মাথা হতে সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তা নির্মাণ,নুনিয়াগাড়ী পাকার মাথা হতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তা নির্মান, গৃধারীপুর চকপাড়া বাংলালিংঙ্ক টাওয়ার হতে সাদুল্লাপুর রাস্তা পর্যন্তা রাস্তা নির্মান, বাঁশকাটা হাজ্বী ক্যাম্প হতে ঈদগাহ মাঠ পর্যন্ত রাস্তা নির্মান, জগরজানি পাকার মাথা হতে হিন্দুপাড়া পর্যন্ত রাস্তা ইউনি ব্লক দিয়ে নির্মাণ।
এসময়,উপস্থিত ছিলেন পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম, প্যানেল মেয়র শাহিনুর আকতার,কাউন্সিলর মাহমুদুল হাসান,মঞ্জু তালুকদার,সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিরিন আক্তার,সাজেদা বেগম, পৌরসভার সহকারি প্রকৌশলী মেহেরাব হোসেন জনি,ঠিকাদার আতিকুর রহমান আতিক,পৌরসভার কর্মকর্তা কর্মচারিরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫