|
প্রিন্টের সময়কালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৭:৫১ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৮ জানুয়ারি ২০২৪ ০২:২৪ অপরাহ্ণ

মা হতে চলেছেন ইয়ামি


মা হতে চলেছেন ইয়ামি


বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতমের মা হওয়ার গুঞ্জনে সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম। সম্প্রতি মুম্বাইয়ে স্বামী আদিত্যের সঙ্গে ক্যামেরাবন্দি হওয়া ইয়ামির একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, সালোয়ার-কামিজ পরা ইয়ামি ওড়না দিয়ে বারবার পেট আড়াল করার চেষ্টা করছেন। এই ভিডিওর পর থেকেই নেটিজেনদের মধ্যে ইয়ামির মা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

ভারতীয় গণমাধ্যমগুলোও ঘনিষ্ঠসূত্রের বরাত দিয়ে ইয়ামির মা হওয়ার খবর প্রকাশ করেছে। তবে এখনও পর্যন্ত এ বিষয়ে ইয়ামি বা তার স্বামী আদিত্য কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি।

ইয়ামি ও আদিত্য ২০২১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের বিয়েতে বলিউডের অনেক তারকা উপস্থিত ছিলেন।

ইয়ামি গৌতম একজন জনপ্রিয় বলিউড অভিনেত্রী। তিনি ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’, ‘সন্ন্যাসী রাজা’, ‘কবির সিং’, ‘মার্গা’, ‘রাধে’ ইত্যাদি সিনেমায় অভিনয় করেছেন।

ইয়ামির মা হওয়ার গুঞ্জন যদি সত্য হয়, তাহলে বলিউডে নতুন এক অতিথির আগমন ঘটবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫