২০২৩-২০২৪ অর্থবছরে মাদারীপুরে কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট বিভাগের রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে

মাদারীপুরে কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট বিভাগের রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে ২০২৩-২০২৪ অর্থবছরে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। প্রথম তিন মাসে লক্ষ্যমাত্রা ছিল ১২ কোটি ৫৫ লক্ষ । যার বিপরীতে আদায় হয়েছে ১৩ কোটি ৮৮ লক্ষ।
যাহা লক্ষ্যমাত্রা অপেক্ষায় ১ কোটি ৩৩ লক্ষ বেশি। এই বিভাগে ইতিপূর্বে ইটভাটার ক্ষেত্রে এত প্রাপ্তি কখনো অর্জিত হয়নি । যাহা ২০২২- ২০২৩ অর্থবছরে এখান থেকে ইটভাটার প্রায় ৯৫% আদায় হয়েছে।
মাদারীপুরের ভ্যাট বিভাগের রাজস্ব কর্মকর্তা মো. আব্দুল হাই হাওলাদার বলেন, আগামী মাসগুলোতে এই সাফল্যের ধারাবাহিকতা অর্জনে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, বিভিন্ন সময়ে মাদারীপুর বিভাগীয় কর্মকর্তার কার্যালয় কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট বিভাগে সেবা নিয়ে তিক্ত অভিজ্ঞতা ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ থাকলেও বর্তমানে এই চিত্র যেন অনেকটা ভিন্ন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫