|
প্রিন্টের সময়কালঃ ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:৪৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০২ ফেব্রুয়ারি ২০২৫ ১২:২৮ অপরাহ্ণ

হাতিরঝিলে কিশোর গ্যাংয়ের গোলাগুলি, পথচারী গুলিবিদ্ধ


হাতিরঝিলে কিশোর গ্যাংয়ের গোলাগুলি, পথচারী গুলিবিদ্ধ


ঢাকা প্রেস নিউজ
 

রাজধানীর হাতিরঝিলের উলন এলাকায় কিশোর গ্যাংয়ের দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জিলানী (৫৫) নামে এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন।
 

শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ জিলানী পেশায় একজন রিকশাচালক। গুলি তার তলপেটে লাগায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
 

গুলিবিদ্ধ জিলানীর মেয়ে শেফালী আক্তার জানান, তাদের বাসা উলন এলাকায়। ঘটনার সময় তার বাবা বাসার সামনেই অবস্থান করছিলেন। হঠাৎ গুলি এসে তার তলপেটে লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
 

এ বিষয়ে হাতিরঝিল থানার এসআই মো. সেলিম জানান, উলন এলাকায় কিশোর গ্যাংয়ের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময় গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে একজন পথচারী গুলিবিদ্ধ হন। পুলিশ বিস্তারিত তথ্য সংগ্রহ করছে এবং জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫