|
প্রিন্টের সময়কালঃ ৩১ আগu ২০২৫ ০২:২৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৫ জুলাই ২০২৫ ০৩:৩১ অপরাহ্ণ

বান্দরবানে সেনা অভিযানে কেএনএফের দুই সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার।


বান্দরবানে সেনা অভিযানে কেএনএফের দুই সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার।


মোহাম্মদ করিম, বিশেষ প্রতিনিধি:-



বান্দরবানের রুমা উপজেলার দুর্গম নাইতং পাহাড়ে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর আস্তানায় নিরাপত্তা বাহিনীর অভিযানকালে বন্দুকযুদ্ধে সংগঠনটির এক কমান্ডারসহ দুই সদস্য নিহত হয়েছে। এ সময় সন্দেহভাজন হিসেবে আরও একজনকে আটক করা হয়েছে।

 

বৃহস্পতিবার ভোর ৬টার দিকে রুমার পাইন্দু ইউনিয়নের পলি প্রাংসা ও মুয়ালপি পাড়ার মাঝামাঝি অবস্থিত তাইদং ঝিড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নাইতং পাহাড়ের চূড়ায় গহীন বনাঞ্চলে চলে এই বন্দুকযুদ্ধ।
 

স্থানীয় সূত্র ও সংবাদকর্মীরা জানিয়েছেন, বুধবার গভীর রাতে নিরাপত্তা বাহিনী কেএনএফের গোপন ঘাঁটিতে অভিযান চালায়। ভোরে পাহাড়ি এলাকায় গুলির শব্দে এলাকা কেঁপে ওঠে। এরপর শুরু হয় টানা গোলাগুলি, যাতে দুই কেএনএফ সদস্য নিহত হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ৩টি এসএমজি, ১টি রাইফেল, ৮টি ম্যাগাজিন ও অন্যান্য সামরিক সরঞ্জাম।
 

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, ১৬-ই, ৩৬ ও ৩৭ বীর বেঙ্গলের যৌথ অভিযানে কেএনএফের আস্তানাটি ধ্বংস করা হয় এবং অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রুমা জোনের অধিনায়ক লে. কর্নেল আলমগীর হোসেন।
 

পরে রুমা জোনের মাল্টিপারপাস শেডে এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, “এই অভিযান সশস্ত্র সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে পরিচালিত। পাহাড়ি জনগণের প্রতি সেনাবাহিনীর শ্রদ্ধা ও সহানুভূতি রয়েছে। তাদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার।”
 

পর্যটন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “কেএনএফের অবস্থান পর্যটন এলাকা থেকে অনেক দূরে। তাই এই অভিযানে পর্যটন শিল্পে কোনো প্রভাব পড়বে না বলে আমরা আশাবাদী।”
 

তিনি আরও জানান, পাহাড়ি সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনাবাহিনীর সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫